ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চর বলাকি থমথমে ॥ সংঘর্ষের আশঙ্কা

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ জুলাই ২০১৬

চর বলাকি থমথমে ॥ সংঘর্ষের আশঙ্কা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার চর বলাকিতে বন্দুকযুদ্ধে নবনির্বাচিত জনপ্রতিনিধিসহ দু’ভাই নিহতের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ফের সহিংসতার আশঙ্কায় গ্রামটিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে অবস্থায় অনেক পরিবার গ্রাম ছেড়েছে। নিহতদের আরেক ভাই আওলাদ সরকার এখনও নিখোঁজ রয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে এ সহিংসতার ঘটনায় এখনও কোন মামলা হয়নি। পুলিশ ইতোমধ্যে ছয়জনকে আটক করেছে। মূল অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী ও আহতের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন কোম্পানিকে জমি কিনে দেয়া, বালু মহলসহ বিভিন্ন কারণে স্থানীর প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও হোসেন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু গ্রুপের সঙ্গে যুবলীগ নেতা নাজমুল ইসলামের গ্রুপের মধ্য দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং তা চরম আকার ধারণ করে। ধামইরহাটে পুলিশের হেফাজতে হাতি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুলাই ॥ ধামইরহাট থানা পুলিশ এক হাতি আটক করে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে। হাতিটির কোন মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, বৃহস্পতিবার শল্পী বাজার থেকে ওই বিশাল আকৃতির হাতিটি আটক করা হয়। জানা গেছে, মৌলভীবাজার এলাকার জনৈক ব্যবসায়ী নঈমুদ্দিন তার হাতিটি সাদা নামক এক ব্যক্তিকে ছয় মাসের চুক্তিতে ভাড়া দেয়। সাদা মিয়া ভাড়ায় গ্রহণকৃত হাতিটি যাত্রাদলে গোপনে ভাড়া দিলে হাতির মূল মালিক নঈমুদ্দিন তা জানতে পারে এবং সাদা মিয়াকে তলব করে। সাদা মিয়া কৌশলে মাউতসহ হাতিটি ধামইরহাট উপজেলার উত্তর চকরহমত গ্রামের আব্দুস সামাদ ওরফে পুস্কি সামাদের ছেলে দুলাল হোসেনের কাছে পাঠায়। ঘটনাটি জানতে পেরে পুলিশ হাতিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখে এবং দুলালকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করে। ধামইরহাট থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, হাতির মূল মালিক শুক্রবার সন্ধ্যায় থানায় আসার কথা রয়েছে। তিনি এলে যাচাইঅন্তে মূল মালিকের কাছে হাতিটি হস্তান্তর করা হবে। তবে বন বিভাগ ও বন্যপ্রাণী অধিদফতর বলছে, বণ্যপ্রাণী অধিদফতরের ছাড়পত্র ও অনুমতি না থাকলে হাতিটি বন্যপ্রাণী অধিদফতর বাজেয়াপ্ত করবে বলে বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান।
×