ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৭ বছর ধরে বাবার কোলে চড়ে স্কুলে যাচ্ছে প্রতিবন্ধী মিঠু

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ জুলাই ২০১৬

৭ বছর ধরে বাবার কোলে চড়ে স্কুলে যাচ্ছে প্রতিবন্ধী মিঠু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জন্মগতভাবেই প্রতিবন্ধী মিঠু সরকার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার বেড়ে ওঠা। কিন্তু দিনমজুর বাবা তাকে প্রতিবন্ধী হিসেবে বাড়িতে ফেলে রাখেনি। গত সাত বছর ধরেই প্রায় আড়াই কিলোমিটার পথ বাবার কোলে চড়ে স্কুলে যাতায়াত করছে মিঠু। সে এখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ফলাফলে ক্লাসে সে প্রথম। আর এ প্রতিবন্ধী মেয়েকে প্রতিদিন কোলে ও কাঁধে করে স্কুলে আনা-নেয়া করার মাধ্যমে পিতৃত্বের এক অসাধারণ নজির স্থাপন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুয়ারডাঙ্গা গ্রামের দিনমজুর বাবা পলাশ সরকার। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সমাজের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে- এমনটি প্রমাণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবা পলাশ সরকার। তার কন্যা শারীরিক প্রতিবন্ধী হিসেবে জন্ম নেয়। তারা আদর করে নাম রাখেন মিঠু সরকার। মিঠু হাঁটতে-চলতে পারে না। মিঠু হাঁটাচলা করতে না পারলেও স্কুলে গিয়ে পড়ালেখা করার বায়না ধরে। পিতাও তার কথায় সায় দিয়ে ঠিক করলেন তাকে স্কুলে পাঠাবেন। বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে স্কুল। তাকে টেংরাখলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। স্কুলে তার পড়ালেখায় শিক্ষকরা সবাই সন্তুষ্ট। চলতে থাকল মিঠুর স্কুলে যাতায়াতের সংগ্রাম।
×