ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাস-পিকআপ সংঘর্ষে মা মেয়েসহ নিহত চার

প্রকাশিত: ০৬:৫৬, ১৬ জুলাই ২০১৬

বাস-পিকআপ সংঘর্ষে মা মেয়েসহ নিহত চার

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৫ জুলাই ॥ মানিকগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার জিন্নত আলীর স্ত্রী শেফালী বেগম ও তার মেয়ে নার্গিস আক্তার, একই উপজেলার দেড়ঘাটা গ্রামের আব্বাস আলীর ছেলে মিজানুর রহমান ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের শুকলাল রাজবংশীর ছেলে পরান রাজবংশী। জানা গেছে, সকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সাথে আরিচাগামী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা পিকআপের যাত্রী ছিলেন। গোদাগাড়ীতে সাইকেল আরোহী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় আতাউর রহমান সাগর (৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সাগর উপজেলার বারুইপাড়া গ্রামের আবু বাক্কারের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের গোদাগাড়ী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহিশালবাড়ী বাজার থেকে সাইকেল চালিয়ে জমিতে যাচ্ছিলেন সাগর। তিনি সিএন্ডবি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে যান। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। পাকুন্দিয়ায় শিশু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস চাপায় সেতু মিয়া (১০) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে উপজেলার নারাদি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের সেলিম মিয়ার সন্তান। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের সুখিয়াবাজার সংলগ্ন বারংকাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাটে ২ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে জানান, দোকানে ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরতে হয়েছে দুই জনকে। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা সদরের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মোস্তফি মোড়ে দূরপাল্লার কোচ মিতালী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধের দোকান মডার্ন ফার্মেসিতে ঢুকে পড়ে। এ সময় ওষুধ কিনতে আসা মোকছার হোসেন(৪৬) ও তপন চৌধুরী(৪০) কে দোকানের সামনে চাপা দেয় বাসটি। তপন ঘটনাস্থলেই মারা যায়। মোকছার চিকিৎসাধীন অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে রাত ৮ টায় মারা যায়।
×