ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণপুরে এক হাজার মানুষকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ জুলাই ২০১৬

নারায়ণপুরে এক হাজার মানুষকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সংখ্যালঘু অধ্যুষিত উজিরপুর উপজেলায় নারায়ণপুর বাজারে সহস্রাধিক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করার পর পুরো উপজেলায় পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার বলেন, নারায়ণপুর বাজারসহ পুরো উপজেলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া মোবাইল ফোনের যে নম্বর দিয়ে হুমকি দেয়া হয়েছে, সেটির অবস্থান নিশ্চিত হওয়ার জন্য প্রযুক্তির সাহায্যে তদন্ত করা হচ্ছে। জানা গেছে, নারায়ণপুর গ্রামের সামসুল হক ডাকুয়ার ছেলে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করীম ঈদ উদ্যাপন উপলক্ষে গ্রামের বাড়িতে আসেন। ১০ জুলাই থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে ও অসংখ্য খুদেবার্তা পাঠিয়ে জানানো হয়, অল্প কয়েক দিনের মধ্যে নারায়ণপুর এলাকায় জঙ্গী হামলা চালানো হবে। খুদেবার্তা প্রদানকারী তার নাম ইনজাম পরিচয় দিয়ে বলেন, হামলায় কমপক্ষে এক হাজার মানুষ মারা যাবে। আইএস এবং পিস টিভির পক্ষে যারা আছেন তাদের কোন ক্ষতি হবে না। বৃহস্পতিবার বিকেলেও একই নাম্বার দিয়ে ফোন দিয়ে একই কথা জানানোর পর ওই রাতে ব্যবসায়ী রেজাউল করীম থানায় সাধারণ ডায়েরি করেন। নলডাঙ্গার ওসি ও শিক্ষা কর্মকর্তা নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, নলডাঙ্গার ওসি সুবীর দত্ত এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমারকে হত্যার হুমকি দিয়ে বেনামি চিঠি দিয়েছে অজ্ঞাতপরিচিতরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ডাকযোগে এই চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থানায় জিডি করেছেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার জাহান জানান, বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে ডাকযোগে হলুদ খামে মোড়া একটি চিঠি আসে। সাদা কাগজে হাতে লেখা এক পৃষ্ঠার চিঠিতে শিক্ষা কর্মকর্তা পরিমল কুমারকে সম্বোধন করে বলা হয়েছে, ‘কোরবানির ঈদের আগেই তাকে সরিয়ে দিতে হবে। নইলে পরিমলকে ঈদের আগেই কোরবানি দেয়া হবে।’ চিঠিতে আরও বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরই ওসি সুবীর দত্তকে হত্যা করা হবে। নলডাঙ্গা উপজেলায় কোন মালাউনকে চাকরি করতে দেয়া হবে না। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে হুমকিদাতাদের খোঁজ করছে পুলিশ। পাশাপাশি শিক্ষা কর্মকর্তাকে পুলিশের সহযোগিতা নিয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার, তার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। তিনি সবার সঙ্গেই মেলামেশা করেন। হত্যার হুমকি দেয়ার কোন কারণ তিনি খুঁজে পাচ্ছেন। তিনি এ বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে ওসি সুবীর দত্ত বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। চিঠির প্রেরককে শনাক্ত করার চেষ্টা চলছে। সিংড়ায় মৎস্য কর্মকর্তা চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় আত্রাই নদী থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ সোঁতি জাল অপসারণ করে পুড়িয়ে দেয়ায় মৎস্য কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে জাল মালিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার কলম ইউনিয়নের নূরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলীসহ স্থানীয় লোকজন আত্রাই নদীতে দেয়া অবৈধ সোঁতি জাল অপসারণ করে পুড়িয়ে ফেলেন। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, জাল পুড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ৪ নম্বর কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ তার লোকজন মৎস্য কর্মকর্তার ওপর চড়াও হয়। এসময় স্থানীয়দের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। পরে ঐদিন সন্ধ্যার পর ১০-১২ অজ্ঞাত যুবক তাকে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন।
×