ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে ফরাসী এ্যাথলেটদের হামলার হুমকি

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ জুলাই ২০১৬

অলিম্পিকে ফরাসী এ্যাথলেটদের হামলার হুমকি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। তবে সেখানেও ঝুঁকির মধ্যে আছে ফরাসী এ্যাথলেটরা। ফ্রান্সের সরকার জানিয়েছে দেশটির এ্যাথলেটদের ওপর অলিম্পিক চলাকালীন সময়ে হামলার বেশ কয়েকটি হুমকি দেয়া হয়েছে। ফ্রেঞ্চ মিলিটারি ইন্টেলিজেন্স সন্ত্রাসবাদীদের এই পরিকল্পিত হামলার বিষয়টি জানিয়েছে। গত নবেম্বরে ফ্রান্সে সন্ত্রাসবাদীরা আত্মঘাতী হামলা করে। সেই হামলায় ১৩০ মানুষের প্রাণহানি ঘটেছিল। হামলাটি নিয়ে দেশটির মিলিটারি ইন্টেলিজেন্স তদন্ত করছে। জেনারেল ক্রিস্টোফ গোমার্ট সংসদীয় কমিশনকে জানিয়েছেন এক ব্রাজিলিয়ানের পরিকল্পনাতেই হামলাটি পরিচালিত হয়েছিল। ব্রাজিলের বিচারমন্ত্রীও এটার সম্ভাবনা থাকতে পারে বলে এ মাসের শুরুতে জানিয়েছিলেন, তবে সেটা নিশ্চিতভাবেই ঘটবে সেটা বলা যাচ্ছে না। তবে ফরাসী গোয়েন্দা সংস্থার আশঙ্কার বিষয়টি নিয়ে ব্রাজিলের নিরাপত্তা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে এ সংক্রান্ত কোন তথ্য ফ্রান্স থেকে দেয়া হয়নি তাদের। এমনকি ব্রাজিলিয়ান গোয়েন্দা সংস্থার কাছেও এ ধরনের কোন তথ্য প্রদান করেনি ফ্রান্স। গ্লোবাল টেরোরিজম ডেটাবেজ (জিটিডি) ঘেঁটে দেখা গেছে গত ৫ অলিম্পিক ভেন্যুতে এ ধরনের কোন হামলা পরিকল্পনার হুমকি আসেনি। এবার অলিম্পিকে প্রায় ১০ হাজার ৫০০ এ্যাথলেট ছাড়াও উপস্থিত থাকবেন কর্মকর্তা, সাংবাদিক। সঙ্গে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ ট্যুরিস্টও থাকবেন ব্রাজিলে। অলিম্পিক চলার সময় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর প্রায় ৮৫ হাজার সদস্য সক্রিয় থাকবেন। এর মধ্যে ৪৭ হাজার পুলিশ ও ৩৮ হাজার সেনা সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবে। ৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে অলিম্পিক আসর। আরও রেকর্ড গড়তে চান ১০১ বছর বয়সী নাগাওকা স্পোর্টস রিপোর্টার ॥ জাপানের ১০১ বছর বয়সী জাপানিজ সাঁতারু মিয়েকো নাগাওকা দাবি করেছেন তিনি আরও রেকর্ড গড়তে সক্ষম। ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হবে পরবর্তী অলিম্পিক। এর আগেই এ মহিলা শতবর্ষী সাঁতারু বিস্ময়কর কিছু করতে চান। ৮০ বছর বয়সে তিনি সাঁতার শুরু করেছিলেন। সম্প্রতিই তিনি ৪০০ মিটার ফ্রিস্টাইল ২৬ মিনিট ১৬.৮১ সেকেন্ডে শেষ করেন। টোকিওর চিবাতে জাপান মাস্টার্স সুইমিং এ্যাসোসিয়েশনের প্রতিযোগিতা ছিল সেটি। এরপর নাগাওকা বলেন, ‘একটি কাঁকড়া যেমন আজীবন ফিট আমিও তেমনি। রহস্যটা হচ্ছে ঠিকমতো খাবার গ্রহণ এবং সক্রিয় থাকা। আমি ১০৫ বছর বয়স পর্যন্ত কিংবা তার চেয়ে কিছু বেশি সময় সাঁতরাতে চাই। ব্যাকস্ট্রোকে অবশ্য বছর বয়সী এত সুকো আজুমির কাছে স্বল্প ব্যবধানে হেরে গেছেন নাগাওকা। কিন্তু হাল ছাড়তে নারাজ নাগাওকা। তিনি সপ্তাহে তিনবার দক্ষিণ-পূর্ব জাপানের গ্রাম ইয়ামাগুচিতে অনুশীলন করেন কোচ শিনতারো সাওয়াদার অধীনে। জেরার মুখে রাসেল স্পোর্টস রিপোর্টার ॥ জ্যামাইকায় একটি স্বাধীন এ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি কমিটির জেরার মুখোমুখি হতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল। তার বিপক্ষে আগে থেকেই ডোপিং আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ‘২০ জুলাই দিন চূড়ান্ত হয়েছে। শুনানিতে প্রাথমিক বিষয়গুলো বিশ্লেষণ করা হবে। তথ্যপ্রমাণ উত্থাপন করা হবে অন্য তারিখে।’ বলেন তার আইনজীবী। গত মার্চে জ্যামাইকা এন্টি ডোপিং কমিশন (জ্যাডকো) নিশ্চিত করে যে, ১২ মাসের মধ্যে তিন ডোপ টেস্ট মিস করেন রাসেল, যা ডোপিং আইন অনুযায়ী পরীক্ষায় ব্যর্থ হওয়ার সমান। টি২০তে ক্যারিবীয়দের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাসেল, বিশ্বকাপ জয়ে ২৮ বছর বয়সীর অলরাউন্ড নৈপুণ্যের ছিল বড় ভূমিকা। মেরিনার ইয়াংসের বিজয় র‌্যালি আজ স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরের তীব্র প্রতিদ্বন্দ্বিতার গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লীগে চ্যাম্পিয়ন হয় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। সেই অর্জনের সাফল্যকে সামনে রেখে ক্লাবের পক্ষ থেকে আজ বিকেলে এক বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় শুরু হওয়া এ র‌্যালি আরামবাগ, মতিঝিলস্থ ক্লাব প্যাভিলিয়ন থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরেরপুল ও মতিঝিল প্রদক্ষিণ করবে।
×