ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিভি সিরিয়ালে ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ জুলাই ২০১৬

টিভি সিরিয়ালে ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ বর্ণিল আর বিতর্কিত চরিত্রের অধিকারী কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই ফুটবল ঈশ্বরকে নিয়ে উৎসব আয়োজনের কমতি নেই। এমন আরও একটি উপলক্ষ সন্নিকটে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে নিয়ে আর্জেন্টিনার একটি টিভি চ্যানেল সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে। বিষয়টা ম্যারাডোনাকে জানিয়েই হতে যাচ্ছে। টিভি সিরিজটি প্রযোজনা করছে টেলেফে নামে একটি চ্যানেল। চ্যানেলটিতে দেয়া বিবৃতিতে ম্যারাডোনা বলেন, আমার জীবন নিয়ে প্রতিমাসে ১০০ পর্ব করা সম্ভব। আমি যে ধরনের জীবনযাপন করেছি, তা যে কারও কল্পনারও বাইরে। টেলেফে সারাবিশ্বের জন্য এ প্রকল্প হাতে নেয়ায় আমি আনন্দিত ও উজ্জীবিত। ম্যারাডোনার জীবনীভিত্তিক টিভি সিরিজের অভিনেতাদের নাম বা কবে নাগাদ শুরু হবে, তা অবশ্য জানাতে পারেনি টেলেফে কর্তৃপক্ষ। রিও অলিম্পিকে খেলবেন নাদাল স্পোর্টস রিপোর্টার ॥ গত দুই মাস ধরেই কব্জির ইনজুরিতে ভুগছেন রাফায়েল নাদাল। যে কারণে ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনে খেলতে পারেননি তিনি। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া ক্রীড়া জগতের মহাযজ্ঞ অলিম্পিকে খেলবেন স্প্যানিশ এই টেনিস তারকা। শুধু পুরুষ এককেই নয় ৩০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড মিশ্র দ্বৈতেও খেলার কথা জানিয়েছেন। যেখানে তার সঙ্গী হিসেবে থাকবেন গারবিন মুগুরুজা। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া গারবিন মুগুরুজা এখন দুর্দান্ত ফর্মে। রিও অলিম্পিকে রাফায়েল নাদালের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন স্পেনের অলিম্পিক কমিটির সভাপতি আলেজান্দ্রো ব্ল্যাঙ্কো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাদাল প্রতিজ্ঞাবদ্ধ এবং অংশগ্রহণ করতে রিওতে যাবে সে। তার অংশগ্রহণের বিষয়ে কোন ধরনের সন্দেহ নেই আমার। প্রকৃতপক্ষে সে অলিম্পিকে পদক জিততে চায় ...। আর এজন্য নিয়মিতই অনুশীলন করছে সে।’ ২০০৮ সালের বেজিং অলিম্পিকে খেলেছিলেন রাফায়েল নাদাল। প্রথমবার অংশগ্রহণ করেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। কিন্তু দুর্ভাগ্য এই স্প্যানিশ টেনিস তারকার। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে খেলতে পারেননি তিনি। সেবার হাঁটুর ইনজুরির কারণে লন্ডন অলিম্পিকে দর্শকের ভূমিকায় ছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা।
×