ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ৩৩৯/১০

সেই লর্ডসে বল হাতে আমির

প্রকাশিত: ০৬:৫২, ১৬ জুলাই ২০১৬

সেই লর্ডসে বল হাতে আমির

স্পোর্টস রিপোর্টার ॥ চড়াই-উতড়াই পেরোনো জীবনের ছয় বছর। এই সেই লর্ডস, যেখানে অপরিণত বয়সে (১৮ বছর) করা এক ভুলে ক্যারিয়ারটাই শেষ হতে বসেছিল মোহাম্মদ আমিরের। ২০১০ সাল, দুই সতীর্থের সঙ্গে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন পাঁচ বছরের জন্য। আলোচনা, তর্ক-বিতর্ক পেছনে ফেলে সেই লর্ডসে বল করলেন আমির। অর্ধযুগ পর ফিরলেন আভিজাত্যের সাদা পোশাকে। ম্যাচে আগ্রহের তুঙ্গে ছিলেন তিনিই। কিন্তু বিয়াল্লিশোর্ধ বয়সে সেঞ্চুুর (১১৪) হাঁকিয়ে আলোচনায় অধিনায়ক মিসবাহ-উল হক। এরপরও লোয়ার-অর্ডারের ব্যর্থতায় প্রথম ইনিংসে ৩৩৯ রানে অলআউট পাকিস্তান। জবাবে দ্বিতীয় দিন এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেট ১০১। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এ্যালিস্টার কুক। ৮ ওভারে ১ মেডেন, ৩৫ রান দিয়ে উইকেটশূন্য আমির। খেলা সবে শুরু, ম্যাচে-সিরিজে অনেক কিছু ঘটবে ... এই ফেরাটাই আমিরের পুনর্জন্ম। কে ভেবেছিল সেই লর্ডসেই ফের টেস্ট খেলবেন আমির? তার নিজেরই তো বিশ্বাস হচ্ছিল না। সিরিজ শুরুর আগে সেটি অকপটে স্বীকারও করেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার। তার কণ্ঠে ঝড়ে বল হাতে ভাল করেই ভক্তদের মন জয়ের অঙ্গীকার। গত বছর সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে ঘরোয়া ক্রিকেটে আগুন ঝড়ানো বোলিং করে জানুয়ারিতে নিউজিল্যন্ড সফরে ওয়ানডে-টি২০ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেরা। তবে টেস্টের এই ফেরাটাকেই সত্যিকারের প্রত্যাবর্তন বলে মনে করছেন আমির। মাঠে নামার আগেই তাকে মানসিকভাবে ঘায়েল করতে শুরু করে প্রতিপক্ষ। সাবেক তারকা কেভিন পিটারসেন, গ্রায়েম সোয়ান, এমনকি বর্তমান অধিনায়ক কুকও আমিরকে বিভিন্নভাবে খোঁচা দিয়ে আসছেন। বলছেন, পাক পেসারকে গ্যালারি থেকে দুয়ো শোনার জন্য প্রস্তুত থাকতে হবে, হয়ত মাঠে এক-আধটু সেøজিংও। লর্ডসে পাকিস্তানের প্রথম ইনিংসটা কেবলই মিসবাহময়। মোট ৩৩৯ রানের মধ্যে তিনি একাই করেছেন ১১৪। এর মধ্য দিয়ে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন ‘বুড়ো’ ব্যাটসম্যান। যেখানে আলোচিত বব সিম্পসনকে পেছনে ফেলে ‘অধিনায়ক’ হিসেবে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির নতুন রেকর্ড। ৭৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আসাদ শফিককে নিয়ে বিপদ সামলেছেন। পঞ্চম উইকেটে যোগ করেছেন ১৪৮ রান। ব্যক্তিগত ৭৩ রানে ফেরেন শফিক। ১১০ রান নিয়ে নামা মিসবাহ কাল আর মাত্র ৪ রান যোগ করতে পেরেছেন। বোল্ড হয়েছেন স্টুয়ার্ট ব্রডের বলে। শেষদিকে পাকিস্তান মোটেই সুবিধা করতে পারেনি। ১২ ওভারের মধ্যেই শেষ চার উইকেট হারিছে অতিথিরা। সরফরাজ আহমেদ করেছেন ২৫ রান। তৃতীয় সর্বোচ্চ ৪০ ওপেনার মোহাম্মদ হাফিজের। ইংল্যান্ডে হয়ে সফল পেসার ক্রিস ওকস ৬ ও ব্রড নিয়েছেন ৩টি করে উইকেট।
×