ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোল্ট নয়, এক নম্বর গ্যাটলিন

প্রকাশিত: ০৬:৫২, ১৬ জুলাই ২০১৬

বোল্ট নয়, এক নম্বর গ্যাটলিন

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির ধাক্কাটা হুট করেই লাগল! একেবারে অলিম্পিক শুরুর মাস খানেক আগে। এ কারণে জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালের সেমিফাইনাল থেকেই নাম প্রত্যাহার করে নিতে হয়েছে উসাইন বোল্টকে। সর্বকালের সবচেয়ে গতিধর এই জ্যামাইকান গতিমানবের আসন্ন অলিম্পিকে অংশ নেয়াটাই আছে শঙ্কার মধ্যে। আগামী ২২ জুলাই তার শেষ সুযোগ নিজেকে ফিট প্রমাণ করে জ্যামাইকার চূড়ান্ত দলে সুযোগ করে নেয়ার। তবে এর আগেই রিও ডি জেনিরো অলিম্পিকের স্প্রিন্ট ইভেন্টের জন্য র‌্যাঙ্কিং ঘোষণা করা হয়েছে। সেই র‌্যাঙ্কিংয়ের ১০০ মিটারের রাজা বোল্টকে পেছনে ফেলে এক নম্বরে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। তবে ২০০ মিটারে শীর্ষস্থানেই আছেন ‘বিদ্যুৎ’ বোল্ট। আর মহিলাদের ১০০ মিটারে এক নম্বর র‌্যাঙ্কিং পেয়েছেন এলেইন থম্পসন। উল্লেখ্য, বছরব্যাপী অনুষ্ঠিত রেসের ফলাফল অনুসারে এ র‌্যাঙ্কিং করা হয়েছে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে আপাতত ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে দূরে আছেন বোল্ট। শেষ পর্যন্ত রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয়ও আছে। কিন্তু জ্যামাইকার ঘোষিত ৫৯ জনের ট্র্যাক এ্যান্ড ফিল্ড প্রাথমিক দলে ঠিকই রাখা হয়েছে বোল্টকে। কিন্তু ২২ জুলাই তার সামর্থ্য ও যোগ্যতা প্রমাণ করতে হবে। ওইদিন লন্ডনে অনুষ্ঠিতব্য ডায়মন্ড লীগ মিটের ২০০ মিটারে দৌড়াতে হবে বোল্টকে। এরপরই জ্যামাইকার দল চূড়ান্ত করা হবে। কিন্তু এর আগেই চলতি বছরে এখন পর্যন্ত হওয়া রেসগুলোর ফলাফলের ভিত্তিতে অলিম্পিকের লাইনআপ করা হয়েছে র‌্যাঙ্কিং অনুসারে। সেই র‌্যাঙ্কিংয়ের ১০০ মিটারে বোল্ট দুই নম্বরে আছেন ৯.৭৯ সেকেন্ড টাইমিং নিয়ে। তারচেয়ে বেশ এগিয়ে থেকেই এক নম্বরে গ্যাটলিন। এ মার্কিন স্প্রিন্টার ৯.৭৪ সেকেন্ড টাইমিং গড়েছেন এ বছর। আরেক জ্যামাইকান স্প্রিন্টার আসাফা পাওয়েল জাতীয় চ্যাম্পিয়নশিপসে চতুর্থ হলেও ৯.৮১ সেকেন্ড টাইমিং নিয়ে আছেন তিন নম্বরে। তালিকায় জ্যামাইকার অন্যদের মধ্যে নিকেল এ্যাশমিড ৯.৯১ সেকেন্ড নিয়ে ১০ম এবং কেমার বেইলি কোল ৯.৯২ সেকেন্ড টাইমিংয়ে ১১তম। ১০০ মিটারে দুইয়ে নেমে গেলেও ২০০ মিটারে রাজাই আছেন বোল্ট। গত বছর অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপসে ১৯.৫৫ সেকেন্ড টাইমিং নিয়ে জেতার কারণে এক নম্বরে বোল্ট। আর দুই নম্বরে গ্যাটলিন ১৯.৫৭ সেকেন্ড, তিন নম্বরে ল্যাশন মেরিট ১৯.৭৪ সেকেন্ড টাইমিংয়ে। কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন রশিদ ডায়ার ১৯.৮০ সেকেন্ড টাইমিং নিয়ে আছেন চার নম্বরে। মহিলাদের স্প্রিন্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ২৪ বছর বয়সী জ্যামাইকান গতিতারকা এলেইন। এবার জ্যামাইকার জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়ী এ স্প্রিন্টার ১০.৭০ সেকেন্ড টাইমিং নিয়ে আছেন তালিকার এক নম্বরে। বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন, অনুশীলন সতীর্থ ও স্বদেশী শেলী এ্যান ফ্রেজার প্রাইস ১০.৭৪ টাইমিং নিয়ে দ্বিতীয়, ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউন ১০.৮৩ সেকেন্ড নিয়ে ৯ নম্বরে। আর ২০০ মিটারে হল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন ড্যাফনে শিপার্স ২১.৬৩ সেকেন্ড নিয়ে এক নম্বরে, ২১.৬৬ সেকেন্ড টাইমিংয়ে এলেইন দুইয়ে এবং ২১.৯৭ সেকেন্ড সময় নিয়ে ক্যাম্পবেল ব্রাউন তৃতীয়।
×