ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক নিয়ে শ্যামলীর ভাবনা

প্রকাশিত: ০৬:৫১, ১৬ জুলাই ২০১৬

রিও অলিম্পিক নিয়ে শ্যামলীর ভাবনা

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিতে ২ আগস্ট দেশ ছাড়বেন আরচার শ্যামলী রায়। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এ আসরে অংশ নিলেও শ্যামলীর লক্ষ্য লাল-সবুজের পতাকা বিশ্বের বুকে তুলে ধরা। তবে তার আগে আরও আন্তর্জাতিক টুর্নামেন্ট হলে এবং ব্রাজিলের পরিবেশে অনুশীলনের পর্যাপ্ত সময় পেলে সেটা ফলাফলে ভাল প্রভাব ফেলত বলে মনে করেন এই নারী আরচার। সব শিরোপাই যেন তুচ্ছ অলিম্পিক পদকের সামনে। তাই প্রতি এ্যাথলেটেরই জীবনে লক্ষ্য থাকে অলিম্পিকের মতো ক্রীড়া জগতের এই মহাযজ্ঞে অংশ নেয়ার। যদিও বাংলাদেশের এ্যাথলেটদের জন্য তা আকাশ কুসুম কল্পনা। কারণ প্রতিবারই তাদের অপেক্ষায় থাকতে হয় ‘দয়া-দাক্ষিণ্যের’ ওয়াইল্ড কার্ডের আশায়। এবার গলফার সিদ্দিকুর সরাসরি অংশ নিলেও ওয়াইল্ড কার্ড পেয়ে বাংলাদেশের হয়ে রিও অলিম্পিকে প্রতিনিধিত্ব করবেন বাকি চার এ্যাথলেট। যাদের মধ্যে আরচার শ্যামলী রায় অন্যতম। নড়াইলের মেয়ে শ্যামলী। কখনও ভাবেননি জাতীয় দলে দুই বছর খেলার পরই ভাগ্যদেবী এমন মুখ তুলে তাকাবে তার দিকে। ডেনমার্কের কোপেনহেগেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩২তম হওয়ায় মূলত রিও অলিম্পিকের দরজা খুলে যায় শ্যামলীর জন্য। অনুশীলন চালাচ্ছিলেন ওয়াইল্ড কার্ড পাওয়ার আগে থেকেই। কিন্তু কেবল ঘরোয়া অনুশীলনই যে বিশ্বক্রীড়ার এই মহাযজ্ঞের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়, তা আরও একবার মনে করিয়ে দিলেন শ্যামলী, ‘২০১৬ সালে এখনও কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলিনি। যদি কোন টুর্নামেন্টে অংশ নিতাম, তাহলে বুঝতাম আমার অবস্থান কোথায়, আমার অনুশীলনটা কতটা ভাল হচ্ছে।’ আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পর্দা উঠবে অলিম্পিকের ৩১তম আসরের। তাই অংশ নিতে ২ আগস্ট দেশ ছাড়ার কথা শ্যামলীদের। মাঝে সময়টা খুব অল্প। তাই ব্রাজিলের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বাড়তি কিছু সময় পাওয়া গেলে ফলাফল আরও ভাল হতো বলে মনে করেন শ্যামলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভয় লাগছে না। তবে একটু নার্ভাস লাগছে। এত বড় একটা গেমসে অংশ নেব। কখনও যাইনি আগে। যদি খেলার চার-পাঁচদিন আগে যেতে পারতাম তাহলে হয় তো বা অনেকটা ভাল মনে করতাম।’ পথটা বন্ধুর বলেই হয় তো রিও অলিম্পিকে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে চান শ্যামলী। রিও অলিম্পিক গেমসে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন গলফার সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিশেনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোঃ শফিউল হক অলিম্পিক গেমসগামী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানেই এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রথম বাংলাদেশী হিসেবে অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছেন গলফার সিদ্দিকুর রহমান। এছাড়া আরচারির শ্যামলী রায়, শূটার আবদুল্লাহ হেল বাকী, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, সোনিয়া আক্তার টুম্পাসহ মোট ৪ জনের ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। এছাড়াও এ্যাথলেটিক্স দলের মেজবাহ আহমেদ এবং শিরিন আক্তারের অংশগ্রহণের বিষয়টি এ প্রতিবেদন লেখা পর্যন্ত তখনও নিশ্চিত হওয়া যায়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পক্ষ থেকে। সভায় উপস্থিত ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, গেমসের সেফ দ্য মিশন লে. জেনারেল আবু তৈয়ব মোঃ জহিরুল আলম (অব), বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দারসহ (অব) শূটিং, আরচারি, সুইমিং, এ্যাথলেটিক্স ও গলফ দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ। ৩১ জুলাই শূটিং, ১ আগস্ট সুইমিং ও ২ জুলাই আরচারি ও গলফ দল অলিম্পিকে অংশ নিতে রিও ডি জেনেইরোর উদ্দেশ যাত্রা করবে।
×