ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সতেজ হয়ে ফিরছেন মেসি...

প্রকাশিত: ০৬:৪৯, ১৬ জুলাই ২০১৬

সতেজ হয়ে ফিরছেন মেসি...

স্পোর্টস রিপোর্টার ॥ নিয়তির কী পরিহাস। সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু একজন ব্যর্থতার সাগরে হাবুডুবু খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন! আরেকজন সাফল্য সঙ্গী করে বীরদর্পে বুক চিতিয়ে ঘুরছেন। টানা তিন বছর তিনটি বড় আসরের ফাইনালে হেরে হতাশ মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আর রোনাল্ডো ইউরো জিতে আছেন সুখের সপ্তম স্বর্গে। তবে আর্জেন্টিনার জার্সিতে ব্যর্থ হলেও ঘরোয়া ফুটবলে ফিরতে মুখিয়ে আছেন মেসি। আসছে ২০১৬-১৭ মৌসুমে বার্সিলোনার হয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছেন তারকা এই ফরোয়ার্ড। এ লক্ষ্যে বর্তমানে পরিবারের সঙ্গে আয়েশী জীবন কাটাচ্ছেন। মেসির শুভাকাক্সক্ষীরা জানাচ্ছেন, আসছে মৌসুমে তিনি সতেজ হয়েই ময়দানী লড়াইয়ে ফিরছেন। এমনকি অবসর ভেঙ্গে ফের ফিরতে পারেন আর্জেন্টিনার জার্সিতেও। শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর থেকেই অগোচরে আছেন মেসি। তাকে ফেরাতে বিভিন্ন কর্মসূচী পালন করে চলেছে আর্জেন্টাইনরা। তবে এসবে আপাতত কোন ভ্রুক্ষেপ নেই বার্সিলোনা জাদুকরের। সব হতাশা, কষ্ট, বেদনা হয়ত ভুলেই গেছেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা ফুটবলার। তার নমুনা মিলেছে। মেসি পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ-বিনোদনে সময় অতিবাহিত করছেন। কাতালানদের হয়ে নতুন মৌসুম শুরুর আগে পরিবার নিয়ে অবকাশ যাপন করেছেন। স্পেনের ভূমধ্যসাগরীয় ইবিজা দ্বীপে আনন্দঘন সময় কাটান মেসি। তার সঙ্গে ছিলেন স্ত্রী এ্যান্টোনেল্লা রোকুজ্জো ও দুই সন্তান। অবকাশে মেসিকে বেশ ফুরফুরে ও নির্ভার দেখা গেছে। দুই ছেলেকে ও বান্ধবীকে নিয়ে ভাল সময়ই কাটিয়েছেন বার্সা তারকা। মেসির ঘনিষ্ঠজনের বরাদ দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আসছে ২০১৬-১৭ মৌসুমে বার্সিলোনার হয়ে ভালভাবে শুরু করার জন্য নিজেকে প্রস্তুত করছেন মেসি। অর্থাৎ সব ঝক্কি-ঝামেলা পেরিয়ে সতেজ হয়ে মাঠের যুদ্ধে ফেরার অপেক্ষায় আছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। বিশেষ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির কাছে টাইব্রেকারে হার মানে আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। ২০১৫ সালেও কোপার ফাইনালে চিলির কাছে হেরেছিল দিয়াগো ম্যারাডোনার দেশ। সেবার ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে কানতে হয়েছিল এ্যাগুয়েরো, ডি মারিয়া, হিগুয়াইনদের। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে টানা এই ব্যর্থতার কারণে অবসর নিয়েছেন মেসি। অবসরের পরপরই আরও একটি দুঃসংবাদ শুনতে হয় সময়ের অন্যতম সেরা তারকাকে। কর ফাঁকি মামলায় মেসিকে ২১ মাসের কারাদ- দেয় বার্সিলোনার একটি আদালত। পাশাপাশি মেসিকে ২০ লাখ ইউরো জরিমানা করা হয়। দুঃসহ এই সময়ে সবকিছু ভুলে একাকী সময় কাটাচ্ছেন ক্ষুদে জাদুকর। অনেকই এই দুঃসময়ে মেসির বার্সিলোনা ভবিষ্যত নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তবে বার্সা কর্তব্যক্তিরা তেমন মনে করছেন না। তাদের দৃঢ় বিশ্বাস, মেসি নুক্যাম্পেই থাকবেন। বার্সার টেকনিক্যাল ডিরেক্টরও নিশ্চিত, পাঁচবারের ফিফা সেরা তারকা কাতালানদের তাঁবুতে থাকবেন। কর ফাঁকি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ও সাজা পাওয়ায় অনেকেই মনে করছিলেন, বার্সিলোনা ছেড়ে হয়ত চলে যাবেন মেসি। শঙ্কা প্রকাশ করাদের দলে আছেন স্বয়ং স্প্যানিশ লা লিগা সভাপতি জ্যাভিয়ের টেবাসও। তবে বার্সিলোনার টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট ফার্নান্ডেস ও দলটির কর্মকর্তারা নির্ভারই আছেন। তাদের কথাতেই সেটা স্পষ্ট। এ প্রসঙ্গে ফার্নান্ডেস বলেন, বার্সায় মেসিকে নিয়ে কোন চিন্তা নেই। এখন তাকে আমরা অনুশীলনে ফিরে পেতে চাই। মেসির সঙ্গে এখনও আমি কথা বলিনি কারণ সে ছুটিতে আছে এবং তাকে বিশ্রাম নিতে হবে। ক্যারিয়ারের শুরু থেকেই বার্সার হয়ে খেলছেন। ক্লাবটির কাছে ঋণী হয়ে আছেন তিনি। ছেলেবেলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বার্সাই মেসির পাশে দাঁড়িয়েছিল। সেই প্রতিদান বছরের পর পর দিয়ে চলেছেন। শেষ পর্যন্ত সেটা অব্যাহত থাকবে বলেই বার্সা কর্তাদের বিশ্বাস।
×