ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাইক পেন্স ট্রাম্পের রানিংমেট

প্রকাশিত: ০৬:৩৬, ১৬ জুলাই ২০১৬

মাইক পেন্স ট্রাম্পের রানিংমেট

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার ভাইস- প্রেসিডেন্ট হিসেবে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গবর্নর মাইক পেন্সকে বেছে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। খবর বিবিসির। শুক্রবার ট্রাম্পের প্রচার সেল থেকে তার রানিংমেট হিসেবে ৫৭ বছর বয়সী পেন্সের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু ফ্রান্সের নিসে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে তা স্থগিত করা হয়েছে। ট্রাম্পের প্রচার সেলের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র এবিসি নিউজকে জানিয়েছেন, মাইক পেন্স এই প্রস্তাব গ্রহণ করেছেন। বৃহস্পতিবারই ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছুতে পারিনি, চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ট্রাম্পের ভাইস- প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে লড়াই করার তালিকায় সম্ভাব্য আরও যারা রয়েছেন তাদের মধ্যে প্রতিনিধি পরিষদের সাবেক স্পীকার ৭৩ বছর বয়সী নিউট গিংরিচ এবং নিউ জার্সির গবর্নর ৫৩ বছর বয়সী ক্রিস ক্রিস্টির নামও শোনা যাচ্ছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গবর্নর হিসেবে দায়িত্ব পালনের আগে পেন্স ১২ বছর ওয়াশিংটনে কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনপ্রণেতা এবং গবর্নর হিসেবে পেন্সের অভিজ্ঞতা ট্রাম্পকে আসন্ন নির্বাচনে সুবিধা এনে দিতে পারে। গর্ভপাতবিরোধী কঠোর অবস্থানে থাকা ইন্ডিয়ানার গবর্নর পেন্স ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত আইনেও স্বাক্ষরকারী। ফাড়ার কবলে গুগল গুগলের বিরুদ্ধে নতুন করে এ্যান্টি ট্রাস্ট অভিযোগ এনেছে ইউরোপীয় ইউনিয়ন। সার্চ জায়ান্টটি ইন্টারনেটকে একচ্ছত্রভাবে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের বিজ্ঞাপন দেয়ার সুযোগ বন্ধ করে দিচ্ছে অভিযোগ করেছে ইইউ। গুগলের বিরুদ্ধে এ্যান্টি ট্রাস্ট অভিযোগ আনার খবর নিশ্চিত করেছেন ইইউ কম্পিউটিশন কমিশনার মারগ্রেথে ভেস্তাজে। তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বীদের আটকে দেয়ার কোন অধিকার গুগলের নেই। -বিবিসি কম্পিউটার নিয়ন্ত্রিত কম্যুটার নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের রাজপথে চলাচলকারী প্রতিটি যানবাহনকে স্বয়ংক্রিয়ভাবে মনিটর করবে কম্পিউটার। শহরের রাজপথে প্রতিদিন ৯০ হাজার যান চলাচল করে। সুচারুভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে সম্প্রতি নিউজিল্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি একটি সিস্টেম চালু করেছে। সাড়ে পাঁচ কোটি ডলার ব্যয় সিস্টেমটি ডেভেলপ করা হয়েছে। এর মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি অনেকটা কমে যাবে বলে আশা করা হচ্ছে। -নিউজিল্যান্ড হেরাল্ড
×