ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা প্রস্তাব

প্রকাশিত: ০৬:৩৫, ১৬ জুলাই ২০১৬

রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা প্রস্তাব

সিরিয়ায় ইসলামিক স্টেট ও আল কায়েদার বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি রাশিয়া গ্রহণ করলে সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে মার্কিন ভূমিকা নাটকীয়ভাবে বদলে যাবে। ফাঁস হওয়া গোপন তথ্য থেকে এটি জানা গেছে। খবর ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে যে প্রস্তাব দিয়েছে তাতে বোমাবর্ষণ নিয়ন্ত্রণ হেডকোয়ার্টারসহ সব সামরিক তৎপরতার জন্য একটি যৌথ কমান্ড প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বলা হয়েছে, ইসলামপন্থীদের পরাজিত করতে টার্গেট নির্ধারণ এবং বিমান হামলার কাজে রুশ মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের যৌথভাবে সমম্বয় করে লড়াই চালানো হবে। ওয়াশিংটন পোস্ট আট পৃষ্ঠার দলিলটি প্রকাশ করেছে। চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বৃহস্পতিবার মস্কো যান। তবে কেরি পত্রিকায় প্রকাশিত সংবাদটির ব্যাপারে কোন মন্তব্য করেননি। যাওয়ার আগে তিনি অবশ্য সাংবাদিকদের এ বিষয়ে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলেছিলেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সঙ্গে এখনও এ ধরনের কোন চুক্তি হয়নি। প্রস্তাবিত ‘জয়েন্ট ইমপ্লিমেন্টেশন গ্রুপের’ সদর দফতর জর্দানের রাজধানী আম্মানের কাছে হবে বলে জানা গেছে। এ ধরনের উদ্যোগ রাশিয়া ও আমেরিকার স্বার্থের অনুকূল বলেও দলিলে উল্লেখ করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রুশ-মার্কিন যৌথ প্রচেষ্টাই ওই অঞ্চলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করা হচ্ছে, এ ধরনের যৌথ অংশীদারিত্ব সিরিয়ায় চলমান রুশ মার্কিন সামরিক অভিযান নিয়ে সমালোচনার যেমন একটি জবাব হবে, তেমনি সিরিয়ার শাসক বাশার আল আসাদের অন্যতম আন্তর্জাতিক পৃষ্ঠপোষক রাশিয়ার সামরিক প্রচেষ্টা আরও সুসংহত হবে। লড়াই শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র বলে আসছিল যে আসাদকে সরে যেতে হবে। আসাদের হাতকে শক্তিশালী করতে রাশিয়া গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায় জঙ্গী গ্রুপগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। রাশিয়া সিরিয়া সামরিক হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল জঙ্গী দমনের নামে রাশিয়া মধ্যপন্থী বিদ্রোহীদের হটিয়ে দেবে, এভাবে শেষপর্যন্ত আসাদের হাতই শক্তিশালী হবে।
×