ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নয়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন

প্রকাশিত: ০৬:৩৫, ১৬ জুলাই ২০১৬

নয়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন

ব্রেক্সিটের পক্ষে ব্যাপক প্রচার অভিযানকারী লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনকে তেরেসা মের নতুন মন্ত্রিসভায় অন্যতম শীর্ষ সিনিয়র পদে নিয়োগ ভারতের জন্য একটি সুখবর এবং সত্যিকারভাবে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর জন্যও সুখবর। খবর পিটিআইর। জনসন বৃহস্পতিবার লন্ডনে নতুন অফিসের বাইরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার প্রথম বিবৃতিতে এ ধরনের মনোভাবই প্রকাশ করলেন। বিবৃতিতে তিনি বলেন, আমাদের প্রয়োজন ব্রিটেনের বৈশ্বিক রূপরেখার পুনর্গঠন এবং বৃহৎ বৈশ্বিক প্লেয়ার হিসেবে নতুন করে পরিচিতি গড়ে তোলা। তিনি জোর দিয়ে বলেন, ব্রেক্সিট কোনভাবেই ইউরোপ ত্যাগ বোঝায় না। এ ব্যাপারে আমি যদি কিছু ভাবি তা হলো, ইউরোপের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করা হবে। নতুন প্রধানমন্ত্রী ব্রেক্সিটের বিরুদ্ধে থাকলেও তিনি জনসনকে নিয়োগ দিয়েছেন ব্যক্তিগত আবেগের বাইরে তার বৃহত্তর রাজনৈতিক আবেদনের কারণে। ব্রিটেনে জনসন ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। বিষয়টা মোটেই এ জন্য নয় যে, তার স্ত্রী মেরিনা হুইলার একজন পাঞ্জাবী বংশোদ্ভূত। চার্লস হুইলার ও দীপ সিংয়ের কন্যা মেরিনা হুইলার। জনসন বিয়ে উপলক্ষে ভারত সফর সম্পর্কে স্ত্রীর সঙ্গে বুদ্ধিদীপ্ত হাস্যরস করেন প্রায়ই।
×