ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যে মুহূর্তে উৎসব পরিণত হয় আতঙ্কের রাতে

প্রকাশিত: ০৬:৩৫, ১৬ জুলাই ২০১৬

যে মুহূর্তে উৎসব পরিণত হয় আতঙ্কের রাতে

আকাশ আলো করা আতশবাজির প্রদর্শনীর পর উচ্চলয়ের সঙ্গীত আর আনন্দমুখর জনতার ভিড়ে হঠাৎ ধেয়ে এলো বিশাল এক সাদা ট্রাক। ফ্রান্সের নিস শহরের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দেজাঙ্গল পরিণত হলো আতঙ্কের চত্বরে। বৃহস্পতিবার বাস্তিল দিবসের আয়োজনে ট্রাক হামলায় নিহত হয়েছে অন্তত ৮৪ জন। সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা সেই মুহূর্তের ছবি আর ভিডিওতে ফুটে উঠেছে হামলার ভয়াবহতা। খবর ইয়াহু নিউজের একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি বার্তা সংস্থাকে জানান, ওই ট্রাক মানুষকে পিষতে পিষতে অগ্রসর হচ্ছিল, চারদিকে উড়ছিল আবর্জনা। এ হামলা যখন ঘটে হাজার হাজার নারী-পুরুষ-শিশু তখন সঙ্গীতমুখর পাম গাছে শোভিত চত্বর ধরে হাঁটছিল বিখ্যাত নেগ্রেসকো হোটেলের দিকে। ইউটিউবে আসা এক ভিডিওতে দেখা যায়, ২৫ টনি ওই ট্রাক হামলে পড়ার পর বাদ্য-বাজনা ছাড়িয়ে পুরো এলাকা ভরে ওঠে আতঙ্কিত মানুষের চিৎকারে; সাহায্যের আশায় দিগবিদিক ছুটতে শুরু করে সবাই। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ফ্রান্স ইনফোকে বলেন, তিনি গুলির শব্দও শুনেছেন। প্রথমে আতশবাজির শব্দ মনে করলেও পরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনিও অন্যদের মতো নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকেন। ওই সময়ের পরিস্থিতি ধরা পড়েছে ইউটিউবে আসা আরেক ভিডিওতে। দেখা যায়, ট্রাকের গতি কমে এসেছে এবং পুলিশ সেটি থামানোর চেষ্টা করছে। স্থানীয় বিএফএম টিভিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, সবাই চিৎকার করছিল আর বলছিল হামলা হয়েছে। আমরা গুলির শব্দও শুনি। তবে ভেবেছিলাম সেগুলো আতশবাজির শব্দ; কারণ আজ ১৪ জুলাই। সাড়ে তিন লাখ অধিবাসীর শহর নিস পর্যটন ও জাঁকজমকপূর্ণ অবকাশ কেন্দ্রের জন্য বিখ্যাত। গত বছর ইসলামিক স্টেটের হামলার পর ফ্রান্সের দিবস ও বড় বড় জমায়েতগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছিল। তবে নিসের ওই চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কিছু সময় শিথিল ছিল বলে ধারণা করা হচ্ছে।
×