ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিন্দা

প্রকাশিত: ০৬:২৪, ১৬ জুলাই ২০১৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিন্দা

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের নিসে বাস্তিল দিবস উদ্্যাপন উপলক্ষে আয়োজিত আতশবাজি উৎসব উপভোগরত জনতার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। খবর বাসসর। রাষ্ট্রপতি শুক্রবার এক শোকবার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন। রাষ্ট্রপতি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, বাংলাদেশ সবসময় সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ মোকাবেলায় ফ্রান্সের পাশে থাকবে। প্রধানমন্ত্রী ॥ আসেম সম্মেলন উপলক্ষে বর্তমানে মঙ্গোলিয়ায় অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ বরাবরের মতোই ফ্রান্সের জনগণের পাশে রয়েছে।’ প্রধানমন্ত্রী তাঁর বার্তায়, এই হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ব্যক্ত করে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি কাপুরোষিত এই হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
×