ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোলাকিয়ার হামলাস্থলে পুলিশের ক্রাইম টিম

প্রকাশিত: ০৬:০৯, ১৬ জুলাই ২০১৬

শোলাকিয়ার হামলাস্থলে পুলিশের ক্রাইম টিম

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ জুলাই ॥ কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গী হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের স্পেশাল ক্রাইম বিভাগের উপ-মহাপরিদর্শক মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি জানান, গুরুত্বসহকারে এ মামলার তদন্ত কাজ চলছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ হামলায় জড়িত আকাশ নামে এক শীর্ষ জঙ্গী পুলিশের হাতে আটক রয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে তার হাতে কোন তথ্য নেই।’ অন্যদিকে একই সময় ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আজিজুর রহমানসহ সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য বলেন, শোলাকিয়া হামলা স্বাধীনতাবিরোধীদের কাজ। এ হামলায় নিহত তিন শহীদকে জাতীয় স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে। আজ সারা জাতি এ লড়াইয়ে শামিল হয়েছে। ঘটনাস্থল ঘুরে অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকলের সহযোগিতায় অত্যন্ত গুরুত্বসহকারে ঘটনার তদন্ত কাজ চলছে। একই সময় সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য বাবু পংকজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আজিজুর রহমান পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। পরে তারা হামলার সময় পুলিশের গুলিতে নিহত ঝর্না রাণী ভৌমিকের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, জেলা উদীচীর সভাপতি এ্যাডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদল, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সহসভাপতি স্বপন কুমার বর্মণ, এ্যাডভোকেট জহিরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের ২১টি শিল্প-সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এক মৌন মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের গৌরাঙ্গবাজার এলাকায় রাস্তায় মুখে কালো কাপড় বেঁধে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
×