ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

জঙ্গী হামলা রোধে একযোগে কাজ করার অঙ্গীকার

প্রকাশিত: ০৬:০৮, ১৬ জুলাই ২০১৬

জঙ্গী হামলা রোধে একযোগে কাজ করার অঙ্গীকার

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার উপর দ্রুতগতিতে ট্রাক চালিয়ে দেয়ার নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি ‘সন্ত্রাসবাদী হামলা’ রোধে তারা একযোগে কাজ করার অঙ্গীকার করেন। ফরাসী প্রেসিডেন্ট ফ্রঁাঁসোয়া ওলাঁদ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন। শুক্রবার ভোরে এক জরুরী বৈঠক শেষে ওলাঁদ দেশটিতে গেল নবেম্বর থেকে জারি থাকা জরুরী অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানোর ঘোষণা দেন। চলতি মাসেই দেশটি থেকে জরুরী অবস্থা তুলে নেয়ার কথা ছিল। ওলাঁদ বলেন, সহিংসতার সর্বোচ্চ পর্যায়ে উপনীত এ হামলার সঙ্গে সন্ত্রাসবাদের ধরন অস্বীকারের সুযোগ নেই। ফ্রান্স এখন ‘ইসলামী সন্ত্রাসবাদের হুমকির মুখে’ মন্তব্য করে তিনি বলেন, এর বিরুদ্ধে লড়তে সম্ভব সব কিছুই আমাদের করতে হবে। খবর ওয়েবসাইটের। ইউরোপ পাশে থাকবে ॥ ভয়াবহ এ হামলার ঘটনায় ফ্রান্সের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। শুক্রবার মঙ্গোলিয়ার উলানবাটোরে টাস্ক বলেন, ‘সহিংসতা ও ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপ ঐক্যবদ্ধভাবে ফরাসী জনগণ ও তাদের সরকারের পাশে থাকবে।’ একাদশ এশিয়া-ইউরোপ (এএসইএম) শীর্ষ সম্মেলেন যোগ দিতে টাস্ক মঙ্গোলিয়ায় অবস্থান করছেন। ওই সম্মেলনে বিশ্বনেতাদের অনেকেই অবস্থান করছেন। এএসইএমের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে নিসে হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বনেতাদের বক্তৃতায়ও বারবার ওঠে এসেছে এ হামলা প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান। উদ্বোধনী অনুষ্ঠানে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রেইনডেরস এক প্রতিক্রিয়ায় নিসের হামলাকে ‘নৃশংস’ হিসেবে উল্লেখ করেছেন। সহমর্মিতার বার্তা পুতিনের ॥ ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রান্সে ভয়াবহ হামলার ঘটনায় ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে সহমর্মিতার বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বার্তায় পুতিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। অপূরণীয় ক্ষতিতে দুঃখিত-স্তম্ভিত ॥ হামলায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ‘নিসের বেদনাদায়ক ঘটনায় দুঃখিত-স্তম্ভিত। জীবনের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’ এক বার্তায় ব্রিটিশ নাগরিকদের ফরাসী কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলারও অনুরোধ জানানো হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরাই জিতব ॥ জার্মানির চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল ফ্রান্সের নিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে ফরাসী সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। মঙ্গোলিয়ার উলানবাটোরে একাদশ এশিয়া-ইউরোপ (এএসইএম) শীর্ষ সম্মেলেন (আসেম) ঘটনার প্রতিক্রিয়ায় মেরকেল সাংবাদিকদের বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকবে জার্মানি, থাকবে আরও অনেকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠে এ লড়াইয়ে আমরাই বিজয়ী হব।’ ইতালিতে নিরাপত্তা জোরদার ॥ সীমান্ত থেকে মাত্র ২২ মাইল দূরে নিস শহরে ভয়াবহ হামলার পর ইতালিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাঞ্জেলিনো আলফেনো। শুক্রবার টুইটারে তিনি ফ্রান্সের সঙ্গে যোগাযোগে ব্যবহৃত তিনটি সড়ক ও ভেন্তিমিগলিয়া রেলপথে টহল বাড়ানোর কথা জানান। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট সব যন্ত্র কাজ শুরু করেছে।’
×