ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে খালাস চেয়ে মুফতি হান্নান ও শরীফ আলমের আপীল

প্রকাশিত: ০৮:৪৭, ১৫ জুলাই ২০১৬

মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে খালাস চেয়ে মুফতি হান্নান ও শরীফ আলমের আপীল

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদ-াদেশের বিরুদ্ধে খালাস চেয়ে আপীল করেছেন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল। সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে ‘এ্যাডভোকেট অন রেকর্ড’ শামসুল আলম আপীল দুটি জমা দেন। এর আগে ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিন আসামির মৃত্যুদ- এবং দুইজনের যাবজ্জীবন দ- বহাল রেখে রায় দেয়। আসামিদের মধ্যে মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদ- এবং হান্নানের ভাই মহিবুল্লুাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ওরফে অভি এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদ- দিয়েছিল সিলেটের একটি আদালত। আলোচিত এ মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপীল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ১১ ফেব্রুয়ারি আসামিদের আপীল খারিজ করে সেই রায়ই বহাল রাখেন। পাঁচ আসামির সবাই বর্তমানে কারাগারে রয়েছে।
×