ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা ॥ ১১ আসামির খালাস স্থগিত

প্রকাশিত: ০৮:৪৫, ১৫ জুলাই ২০১৬

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা ॥ ১১ আসামির খালাস স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ রবিবার পর্যন্ত বাড়িয়েছে আপীল বিভাগ। খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন বৃহস্পতিবার শুনানির জন্য উপস্থাপনের পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ রবিবার বিষয়টি তুলতে বলে। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান। পরে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আমরা যে দরখাস্ত করেছি তা যথাযথ আকারে হয়নি, বলেছে আদালত। এ্যাডভোকেট অন রেকর্ড সব আসামির নাম অন্তর্ভুক্ত করেনি। আমরা বললাম প্রপার দরখাস্ত আমরা করব, এজন্য রবিবার আসব। এর আগে গত ২১ জুন আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায় ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করে চেম্বার আদালত। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার শুনানির জন্য নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানির দিন পিছিয়ে রবিবার ধার্য করে। গত ২০ জুন হাইকোর্টের রায়ে খালাসপ্রাপ্ত ১১ জনের রায় স্থগিত চেয়ে আপীল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
×