ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শফিক রেহমানের লিভ টু আপীলের বিষয়ে আদেশ রবিবার

প্রকাশিত: ০৮:৪৫, ১৫ জুলাই ২০১৬

শফিক রেহমানের লিভ টু আপীলের বিষয়ে আদেশ রবিবার

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় শফিক রেহমানের জামিন চেয়ে করা লিভ টু আপীলের বিষয়ে আদেশ হবে রবিবার। শফিক রেহমানের আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ আদেশের এ দিন ঠিক করে দেয়। আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী এবং সঙ্গে ছিলেন আইনজীবী মোঃ আসাদুজ্জামান ও ব্যারিস্টার রাগীর রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্র্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল মোঃ বশির আহম্মেদ। গত ৭ জুন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে আদেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে ১৬ জুন লিভ টু আপীল করেন শফিক রেহমান। ১৪ জুলাই চেম্বার বিচারপতির আদালত বিষয়টি শুনানির জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।
×