ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেট্রোরেল প্রকল্পে জাপানের নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:৪৪, ১৫ জুলাই ২০১৬

মেট্রোরেল প্রকল্পে জাপানের নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গুলশানের ঘটনায় ৬ বিদেশী জাপানী নাগরিক হত্যার পর পদ্মা সেতু ও মেট্রোরেলসহ বড় বড় প্রকল্পের কাজে কোন প্রভাব পড়বে না। আর বড় বড় প্রকল্প গ্রহণ করলেই চলবে না। সড়ক পথের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বৃহস্পতিবার রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় মিটারবিহীন সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজধানীর নিয়ন্ত্রণহীন যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত রাজধানীর যানজট দূর হবে না। তাই বড় বড় প্রকল্প বাস্তবায়ন হলেও এর সুফল পাওয়া যাবে না। মেট্রোরেল রুট-১ এবং মেট্রোরেল রুট-৫ এই দুটি রুটের সম্ভাব্যতা যাচাইয়ের কাজসহ অন্যান্য কাজ এগিয়ে নিতে জাপান সরকার অত্যন্ত আন্তরিক। যেসব কর্মকর্তা জঙ্গীদের হাতে নিহত হয়েছেন তাদের স্থলে নতুনদের নিয়োগ দেয়া হবে বলে সেতুমন্ত্রী জানান।
×