ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী ১০ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩২, ১৫ জুলাই ২০১৬

আগামী ১০ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১০ বছর বাংলাদেশসহ ১০ দেশের বাজার বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ফিচ গ্রুপের বিএমআই রিপোর্টে ভবিষ্যত প্রবৃদ্ধির নেতৃত্বের তালিকায় বাংলাদেশসহ ১০ দেশের নাম উঠে এসেছে। ফলে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রফতানিমুখী শিল্প খাত আর কয়েক বছরের মধ্যেই বিশ্বের অন্যতম উৎপাদন অঞ্চলে পরিণত হবে। ইতোমধ্যে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান এক-চতুর্থাংশের বেশি। বাংলাদেশের অর্থনীতিকে প্রশংসনীয় প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছে তৈরি পোশাক এবং অবকাঠামো নির্মাণ খাত। বাংলাদেশের সঙ্গে এই তালিকায় থাকা অন্য দেশগুলো হচ্ছে- ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, মিসর, কেনিয়া, ইথিওপিয়া, নাইজিরিয়া ও পাকিস্তান। ২০২৫ সালের মধ্যে এই দেশগুলো বিশ্বের জিডিপিতে প্রায় ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার যোগ করবে। একই সঙ্গে ওইসব দেশে বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য সুযোগের সৃষ্টি হবে। বিশেষভাবে উৎপাদন এবং নির্মাণ খাত অর্থনীতিকে এগিয়ে নেবে।
×