ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

প্রকাশিত: ০৮:৩০, ১৫ জুলাই ২০১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী তেরেসা মে’কে অভিনন্দন জানিয়ে তার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন। খবর বাসসর। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। রক্ষণশীল দলের নেতা হিসেবে এটি আপনার প্রাপ্য। শেখ হাসিনা বলেন, একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের নেতৃত্বে আপনাকে দেখে আমি আরও বেশি আনন্দিত। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক পরিপক্ক, শক্তিশালী এবং পরীক্ষিত। এই সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধ, বাক-স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন, ধর্মনিরপেক্ষতা এবং পারস্পরিক স্বার্থের অংশীদারিত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারকরণ, দুস্থদের ক্ষমতায়ন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় অংশীদারিত্বের ভিত্তিতে যুক্তরাজ্য কাজ করায় তিনি আনন্দিত। পারস্পরিক সুবিধাজনক সময়ে নিকট ভবিষ্যতে তেরেসা মে’কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের সার্বিক অগ্রগতি বিশেষ করে নারীর ক্ষমতায়ন তিনি সচক্ষে দেখতে পাবেন।
×