ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লর্ডস টেস্টের প্রথম দিনেই চাপে পাকিরা

প্রকাশিত: ০৬:৩৭, ১৫ জুলাই ২০১৬

লর্ডস টেস্টের প্রথম দিনেই চাপে পাকিরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহাসিক লর্ডসে ঐতিহাসিক টেস্ট। ৬ বছর আগে এই বিখ্যাত ভেনু্যুতেই অনুষ্ঠিত টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন তিন পাকিস্তান ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। এরপর এই প্রথম আবার ইংল্যান্ড সফরে টেস্ট খেলতে নেমেছে পাকিরা এবং সেটা লর্ডসেই। তবে দোষী সেই তিন ক্রিকেটারের মধ্যে এবার খেলছেন শুধু আমিরই। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনেই বেশ চাপে পড়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেটে ১৩৫ রান তুলেছে পাকরা প্রথম ইনিংসে। টস জেতার পর ব্যাটিং করারই সিদ্ধান্ত নেন মিসবাহ। সেটা শুরুতে বেশ ফলপ্রসূই করে তুলছিলেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও শান মাসুদ। হাফিজ কিছুটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালালেও বেশ ধীরে সুস্থির ছিলেন শান। তবে অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডকে বেশ দেখেশুনেই মোকাবেলা করছিলেন তারা- তবে ক্রিস ওকস আসার পর প্রথম বিপর্যয় ঘনিয়ে আসে। শানকে (২৯ বলে ৭) উইকেটের পেছনে জনি বেয়ারস্টোর গ্লাভসে বন্দী করেন তিনি। ৩৮ রানে প্রথম উইকেট পতনের পর হাফিজও বেশিদূর যেতে পারেননি। ৫৯ বলে ৮ চারে ৪০ রান করার পর একইভাবে তাকে সাজঘরে ফেরত পাঠান ওকস। তার জোড়া আঘাতের পর ওয়ানডে অধিনায়ক আজহার আলী যোগ দেন অভিজ্ঞ ইউনুস খানের সঙ্গে। কিন্তু এ জুটিও বেশিক্ষণ টেকেনি। ফিরতি স্পেলে ফিরে আঘাত হানেন জেক। তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আজহারকে (৭)। ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। তবে শক্ত হাতে হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান ও অধিনায়ক মিসবাহ-উল-হক। চতুর্থ উইকেটে তারা দৃঢ়তা দেখিয়ে ৫৭ রানের জুটি গড়ে দলকে ভাল একটি অবস্থানে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরবর্তী স্পেলে ফিরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটা শিকার করেন ব্রড। ৭৩ বলে ৪ চারে ৩৩ রান করা ইউনুস আউট হয়ে যান। ৩৭ রান নিয়ে তখনও ব্যাট করছিলেন সুস্থির মিসবাহ। সঙ্গে আছেন আসাদ শফিক। ৪ উইকেটে ১৩৫ রান তুলে বেশ বিপদের মুখেই আছে পাকরা। অস্ট্রেলিয়ার সহকারী কোচ সাকের স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড সাকের। বছরের শুরুতে এই পদ থেকে সরে দাঁড়ান সাবেক পেসার ক্রেইগ ম্যাকডারমট। তারই স্থলাভিষিক্ত হলেন সাকের। এতদিন ভিক্টোরিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাকের। ২০১৫-১৬ মৌসুমে শেফিল্ড শিল্ডে তিনি ভিক্টোরিয়াকে চ্যাম্পিয়ন করেছেন। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে দায়িত্ব শুরু করবেন। সম্প্রতিই ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেখানে শিরোপাও জিতেছে। এই সিরিজেই প্রধান কোচ ড্যারেন লেহম্যানকে কিছুটা বিশ্রাম দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার পরিবর্তে প্রধান কোচের ভারপ্রাপ্ত হয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। একই দায়িত্ব আগামী বছরের শুরুর দিকে কিছুদিনের জন্য সাকেরকেও পালন করতে হতে পারে। কারণ কিছু ক্ষেত্রে লেহম্যানকে আবারও বিশ্রাম দেয়ার সম্ভাবনা আছে। সাকের এর আগে ২০১০-২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
×