ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফিফা র‌্যাঙ্কিং, পর্তুগালের উন্নতি, দুই ধাপ পিছিয়ে ১৮৩ নম্বরে বাংলাদেশ

আর্জেন্টিনা শীর্ষেই, ব্রাজিলের অবনতি

প্রকাশিত: ০৬:৩৭, ১৫ জুলাই ২০১৬

আর্জেন্টিনা শীর্ষেই, ব্রাজিলের অবনতি

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারলেও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করে। এতে অবনমন হয়েছে ব্রাজিল, ইংল্যান্ড, স্পেনের মতো পরাশক্তিদের। অবনমন হয়েছে বাংলাদেশেরও। লাল সবুজের দেশ দুই ধাপ পিছিয়ে এখন ১৮৩ নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৫। ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের উন্নতি হয়েছে। তবে চমক দেখানো উন্নতি হয়েছে ওয়েলসের। গ্যারেথ বেলের দেশ ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছে ১১ নম্বরে। শীর্ষস্থানের মতো পরের চার স্থানেও কোন পরিবর্তন হয়নি। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে আছে বেলজিয়াম, কলম্বিয়া, জার্মানি ও কোপা চ্যাম্পিয়ন চিলি। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হওয়া পর্তুগাল দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। র‌্যাঙ্কিংেেয় দারুণ উন্নতি হয়েছে ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে হেরে যাওয়া ফ্রান্সের। ১০ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ফরাসীরা। ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন এবং ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন এবারের ইউরোর শেষ ষোলো থেকেই ছিটকে পড়ে। র‌্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়েছে। দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে স্প্যনিশরা। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কোপার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। র‌্যাঙ্কিংয়েও দুই ধাপ অবনমন হয়েছে সেলেসাওদের। সপ্তম স্থান থেকে পিছিয়ে তাদের অবস্থান নয় নম্বরে। শীর্ষ দশে জায়গা করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। দুই ধাপ এগিয়ে আজ্জুরিদের অবস্থান দশ নম্বরে। আর সেরা দশের বাইরে চলে গেছে উরুগুয়ে ও অস্ট্রিয়া। মোট ২২৮ ম্যাচ বিবেচনায় রেখে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সবচেয়ে বেশি ৫৪ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে নাম লিখিয়েছে ওএফসি (ওসেনিয়া ফুটবল কনফেডারেশন) ন্যাশনস কাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। কোপার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া উরুগুয়ে তিন ধাপ অবনমনে ১২তম স্থানে আর ১১ ধাপ পিছিয়ে ২১ নম্বরে চলে গেছে অস্ট্রিয়া। ইউরোর প্রি-কোয়ার্টার থেকে বিদায় নেয়া ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চলে গেছে ১৩তম স্থানে। ইউএস ওপেনে বাড়ল প্রাইজমানি স্পোর্টস রিপোর্টার ॥ বছরের তিন গ্র্যান্ডসøাম আসর শেষ হয়ে গেছে। বাকি আর মাত্র একটি। ইউএস ওপেনে বিশ্বসেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের সুযোগ টেনিসের উন্মুক্ত যুগে সর্বাধিক গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড গড়ার। সে কারণে একটি বাড়তি আগ্রহ আছেই ইউএস ওপেনকে ঘিরে। এছাড়াও ভিন্ন আকর্ষণ পেতে যাচ্ছে এবার বছরের এই শেষ গ্র্যান্ডসøাম আসর। কারণ, বিপুল পরিমাণে বাড়ানো হয়েছে প্রাইজমানি। এবার ইউএস ওপেনের মোট প্রাইজমানি থাকবে ৪৬.৩ মিলিয়ন ইউএস ডলার। প্রতি রাউন্ডের প্রাইজমানি ১০ শতাংশ হারে বাড়ানোর পর অঙ্কটা এত বিশাল হয়ে গেছে। মহিলা ও পুরুষ এককের চ্যাম্পিয়ন পাবেন ৩৫ লাখ মার্কিন ডলার করে। আর এককের রানার্সআপরা পাবেন ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার করে। ফলে এটা উইম্বলডনের প্রাইজমানিকেও ছাড়িয়ে যাচ্ছে। এ বছর উইম্বলডন চ্যাম্পিয়ন হিসেবে এ্যান্ডি মারে ও সেরেনা পেয়েছেন ২৬ লাখ মার্কিন ডলার করে। সবমিলিয়ে উইম্বলডনের প্রাইজমানি ছিল ২৮.১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। ২৩ আগস্ট শুরু হবে এ বছরের ইউএস ওপেন। ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানির টুর্নামেন্ট হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে এটি। এবার আর্থার এ্যাশ স্টেডিয়াম ছাড়াও নতুন করে গড়া গ্র্যান্ডস্ট্যান্ড স্টেডিয়ামেও খেলা অনুষ্ঠিত হবে। ক্যানারি ওয়ার্ফের প্রশিক্ষণ কর্মসূচী স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বিকেল ৪টায় ক্যানারি ওয়ার্ফ ইউকে ফুটবল একাডেমির অষ্টাদশ সেমিস্টার সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে। প্রশিক্ষণার্থী সব ফুটবলারদের ক্রীড়া সরঞ্জামসহ সিলেটের ক্যানারি ওয়ার্ফ ইউকে ফুটবল একাডেমিতে চীফ কো-অর্ডিনেটর ফজলুর রহমান বাবুলের কাছে রিপোর্ট করতে হবে। উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর ৩ সপ্তাহের উচ্চতর ট্রেনিংয়ের জন্য লন্ডনে এই অনুর্ধ ১৬ বছর বয়সী প্রশিক্ষণার্থীরা রওনা হবে।
×