ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখার সুযোগ দেখছেন র‌্যাভাল

প্রকাশিত: ০৬:৩৬, ১৫ জুলাই ২০১৬

শেখার সুযোগ দেখছেন র‌্যাভাল

স্পোর্টস রিপোর্টার ॥ আর কয়েকদিন পরেই নিউজিল্যান্ডের আফ্রিকা সফর। জিম্বাবুইয়ের বিপক্ষে দুই টেস্ট দিয়ে এ সফরের শুরু হবে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা। এ দুই সফরের জন্য ১৬ সদস্যের দল ইতোমধ্যেই ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দলে একেবারেই নতুন মুখ ২৭ বছর বয়সী বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান জিত র‌্যাভাল। মূলত টম লাথাম ও মার্টিন গাপটিলের উদ্বোধনী জুটির বিকল্প হিসেবে ভারতীয় বংশোদ্ভূত এ ক্রিকেটারকে দলে নেয়া হয়েছে। প্রথমবার জাতীয় দলে ঠাঁই পাওয়াটাকে শেখার উপযুক্ত সুযোগ হিসেবে দেখছেন র‌্যাভাল। এছাড়া টেস্ট দলে ফিরেছেন স্পিনার ইশ সোধি। অভিজ্ঞ হামিশ রাদারফোর্ডকে বাদ দিয়ে নেয়া হয়েছে র‌্যাভালকে। ২০১৫-১৬ মৌসুমের প্লাঙ্কেট শিল্ড আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তিনি ৫৫.৭১ গড়ে ৭৮০ রান করেছেন। সর্বশেষ ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ২০২, ১৩৯, ৯০ ও ১৪৭ রান। হয়ত খেলতে নামার সুযোগটা কমই। কিন্তু দলে ঠাঁই করে নেয়াতেই দারুণ খুশি র‌্যাভাল। তিনি বলেন, ‘এটা আমার জন্য যতটা পারি শেখার সুযোগ। নিজের মতো করেই সেটা কাজে লাগাতে চাই। কোচেরা আমাকে বলেছেন যে যেহেতু আমি ক্রিকেটকে ভালবাসি সেজন্যই আমাকে রাখা হয়েছে এবং কোনকিছুতেই পরিবর্তন আনার প্রয়োজন নেই। সুতরাং আমি যখন খেলার সুযোগ পাব নিজেকে মেলে ধরতে প্রস্তুত আছি।’ ভারতীয় বংশোদ্ভূত র‌্যাভাল ২০০৪ সালে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে এসেছিলেন। আগামী ২৮ জুলাই জিম্বাবুইয়ের বিপক্ষে বুলাওয়েতে প্রথম টেস্টে নামবে নিউজিল্যান্ড। ৬ আগস্ট একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তারা। প্রোটিয়াদের বিপক্ষে ১৯ আগস্ট ডারবানে প্রথম এবং ২৭ আগস্ট সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ড টেস্ট দল ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, লুক রনকি, জিত র‌্যাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার ও বিজে ওয়াটলিং।
×