ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ব্যাটসম্যানকে চাপে ফেলতে অশ্বিনের ফর্মুলা

প্রকাশিত: ০৬:৩৬, ১৫ জুলাই ২০১৬

ব্যাটসম্যানকে চাপে ফেলতে অশ্বিনের ফর্মুলা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ সফরে যে কোন দলের স্পিন বোলারদেরই ভুগতে হয়। সফল হওয়া এতটা সহজ নয়। উইকেট যে মন্থর। গতি নেই উইকেটে। সেøা হয়ে আসে বল। এমন উইকেটে স্পিনাররা বল ঘুরাতে বেগ পান। তবে ধৈর্য থাকলে আবার সফলও হওয়া যায়। এমনও হতে পারে ১৫-১৬ ওভার টানা বল করে যেতে হয়। এরপর যদি উইকেট মিলে, তাতেই সাফল্য খুঁজে বের করা হয়। ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেই ধৈর্যের পরিচয়ই দিতে চান। এজন্য একটি ফর্মুলাও ভেবে নিয়েছেন অশ্বিন। সেই ফর্মুলা হচ্ছে, ‘বোরিং’ ফর্মুলা। বল ছুড়তে ছুড়তে ব্যাটসম্যানদের ‘বোরিং’ করে তুলতে চান অশ্বিন। ব্যাটসম্যানরা তাতে ভুল করলেই বাজিমাত। অশ্বিন বলেছেন, ‘লাইন এবং লেংথ বজায় রেখে সারাদিন ধরেই বল করে যেতে হবে। তবে ধৈর্য হারালে চলবে না। প্রথম উইকেট তুলে নেয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে দ্রুত সাফল্য পাওয়া যাবে। আগের ম্যাচে প্রথম উইকেট পাওয়ার জন্য অমিতকে ১৫-১৬ ওভার বল করতে হয়েছিল।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে যে তাকে উইকেট পাওয়ার জন্য রীতিমতো লড়াই করতে হবে, স্বীকার করে নিয়েছেন অশ্বিন। বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘স্পিনারদের কাছে ওয়েস্ট ইন্ডিজের মন্থর উইকেটে বল করাটাই বড় চ্যালেঞ্জ। সারাদিন হয়তো লম্বা স্পেলে একঘেয়ে বোলিং করতে হবে।’ বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দলে ফিরছেন অশ্বিন। ভারতের তারকা স্পিনার বলেছেন, ‘আমি সামনের দিকে তাকাতে চাই। এই ধরনের উইকেটে বল করার চ্যালেঞ্জ নিতে আমি তৈরি। আগের ম্যাচটা আমি দেখেছি। উইকেটে অত্যন্ত মন্থর। বাউন্সও নেই।’ তিনি যে সারাদিন বল করার জন্য তৈরি, সেটাও জানিয়ে দিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলে প্রচুর অলরাউন্ডার আছে। এবং যথেষ্ট শক্তিশালী দল।’ সঙ্গে স্পিন আক্রমণের নেতৃত্ব দেয়ার দায়িত্ব থাকায় অশ্বিন বলেছেন, ‘আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমাদের জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। আমি যাতে নিজের সেরাটা দিতে পারি, সেদিকে তাকিয়ে গোটা দল। আমার প্রধান লক্ষ্য থাকবে মাঠে প্রতিপক্ষকে চাপে রাখা।’ দুই দলের মধ্যকার ২১ জুলাই চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এ সিরিজে ভারতেরই জেতার সম্ভাবনা আছে বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলী। তবে এজন্য অশ্বিনকে ভাল করতে হবে বলেই বিশ্বাস গাঙ্গুলীর। এই সফরে প্রথমবার দলের কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন অনিল কুম্বলে। বিরাট কোহলি ও তার জুটি কেমন কাজ করে সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। কোচ বাছাইয়ের নেতৃত্ব দেয়া সৌরভ গাঙ্গুলী কিন্তু আশাবাদী ভারতের ক্যারিবিয়ান সফর নিয়ে। ‘অশ্বিন ফর্মে থাকলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতবে ভারত’- এমনই বলছেন গাঙ্গুলী। এক টেলিভিশন সাক্ষাতকারে গাঙ্গুলী জানান, ‘রবীচন্দ্রন অশ্বিন ফর্মে থাকলে ভারতের টেস্ট সিরিজের ভাল ফল না করার কোন কারণ নেই। গত কিছু মাসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অসাধারণ উন্নতি করেছে। তবে ওখানকার সেøা উইকেটে অশ্বিন ভাল বল করলেই ভারত অনায়াসে সিরিজ জিতবে।’
×