ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইব্রার প্রশংসায় মরিনহো

প্রকাশিত: ০৬:৩৩, ১৫ জুলাই ২০১৬

ইব্রার প্রশংসায় মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও একসঙ্গে জুটি বাঁধছেন জোশে মরিনহো ও জ¬াতান ইব্রাহিমোভিচ। একজন কোচ, অপরজন ফুটবলার। এ দু’জন আগেও একসঙ্গে কাজ করেছেন। এবার আসন্ন মৌসুম থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কাজ করবেন। এর আগে সাবেক শিষ্য ইব্রার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রেড ডেভিলসদের নয়া কোচ মরিনহো। সম্প্রতি ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ইব্রাহিমোভিচ। দুর্দান্ত ফর্মে থাকা ইব্রা আর কোচ মরিনহোর যুগলবন্দীতে গৌরব ফিরে পাবে ধুঁকতে থাকা ম্যানইউ। এমন আশা ক্লাবটির ভক্ত-সমর্থকদের। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে একটি বছর একে অপরের সান্নিধ্য পেয়েছিলেন ইব্রা ও মরিনহো। তাই চেনা-জানা ইব্রার পরিচয়টা তিন শব্দে দিয়েছেন মরিনহো। সাবেক ছাত্রের প্রশংসা করতে গিয়ে বলেছেনÑ বিজয়ী, গোলদাতা ও রসিক। গত মৌসুমে ম্যানইউকে নিয়ে ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছিলেন ডাচ কোচ লুইস ভ্যান গাল। তার পরিবর্তে মরিনহোকে কোচের দেয় ইংলিশ ক্লাবটি। দায়িত্ব নেয়ার পরই ইব্রায় নজর রাখেন পর্তুগীজ কোচ। শেষ পর্যন্ত ওল্ডট্রাফোর্ডের ক্লাবটিতে নাম লিখিয়েছেন সুইডিশ তারকা। তাকে নিয়ে মরিনহো বলেন, তাকে বুঝতে হবে আপনাকে। সে খুব রসিক লোক। যদি আপনি তা না জানেন, তাহলে তার কিছু কথা শুনে মনে হবে সে অহংকারী। আমি তিন শব্দে ইব্রার পরিচয় দিতে চাই। সে বিজয়ী, গোলদাতা ও রসিক। একে অপরে সঙ্গে কাজ করাকে উপভোগ করেন মরিনহো-ইব্রা। ফরাসী চ্যাম্পিয়ন পিএসজি ছেড়ে তাই ম্যানইউতে পাড়ি জমিয়েছেন ইউরো শেষে জাতীয় দল থেকে অবসর নেয়া ইব্রা। সাবেক শিষ্যকে নিয়ে স্পেশাল ওয়ান আরও বলেন, ইব্রা মজা করতে খুব ভালবাসে। আমি তাকে পেয়ে দারুণ খুশি। এটাও পরিষ্কার যে সে এখন আমার সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত। গুঞ্জনটা অনেক দিন ধরেই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও দিয়ে দেন ইব্রাহিমোভিচ চলতি মাসের শুরুর দিকে। সুইডিশ এই তারকার নতুন ঠিকানা হয়েছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগের আসছে মৌসুমেই ম্যানইউর জার্সি গায়ে মাঠে দেখা যাবে ৩৪ বছর বয়সী ইব্রাকে। কিংবদন্তি কোচ এ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই বেশ দুরাবস্থার মধ্যে পড়েছে রেড ডেভিলসরা। গত তিন মৌসুমে দুইবার কোচ পরিবর্তন করেও সাফল্যের দেখা পায়নি ইংল্যান্ডের সবচেয়ে ধনী ক্লাব। এবার হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই মিশন শুরু করার অপেক্ষায় ইপিএলে রেকর্ড সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়নরা। এ লক্ষ্যেই মরিনহোর মতো সেরা কোচ, ইব্রার মতো কার্যকরী ফুটবলার তাঁবুতে ভিড়িয়েছে তারা। ক্লাব ফুটবলে যেখানে গেছেন, সেখানেই সাফল্য পেয়েছেন ইব্রা। ২০০১ সালে হল্যান্ডের ক্লাব এ্যাজাক্সে যোগ দিয়ে চার মৌসুম খেলে জিতেছেন দুটি লীগ শিরোপা। জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের জার্সি গায়ে জিতেছেন ইতালিয়ান সিরি এ লীগ শিরোপা। এক মৌসুমের জন্য বার্সিলোনায় খেলেও পেয়েছেন কাক্সিক্ষত সাফল্য। ২০০৯-১০ মৌসুমে জিতেছেন লা লিগা ও ক্লাব বিশ্বকাপ শিরোপা। তবে সবচেয়ে সফল সময় তিনি কাটিয়েছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। টানা চার মৌসুমেই জিতেছেন চার ফরাসী লীগ শিরোপা। এবার ম্যানচেস্টার ইউনাইটেডেও এসেছেন সাফল্যের লক্ষ্যে। মূলত নতুন মৌসুমে মরিনহো-ইব্রা জুটির দিকে তাকিয়ে আছে সবাই। ২০০৮-০৯ মৌসুমে তারা দুজনেই একসঙ্গে ছিলেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। সেবার ইতালিয়ান লীগ শিরোপাও উঠেছিল ইন্টারের শোকেসে। এবার তারকা এই জুটির হাত ধরে ম্যানইউর ভাগ্যের দুয়ার উন্মোচন হয় কিনা সেটাই দেখার।
×