ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সমুদ্র বিলাসে সি আর সেভেনও, পর্তুগাল অধিনায়ককে টপকে ইউরোর সেরা গোল গেরার

রোনাল্ডো এ প্রজন্মের সেরা ফুটবলার ॥ ফার্গুসন

প্রকাশিত: ০৬:৩২, ১৫ জুলাই ২০১৬

রোনাল্ডো এ প্রজন্মের সেরা ফুটবলার ॥ ফার্গুসন

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা এখন উপভোগের। কি ক্লাব, কি জাতীয় দল সবখানেই চলছে বিরতি। তাই তো বিশ্বের নামজাদা ফুটবলাররা বিনোদনে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। একদিন আগে দেখা গেছে হতাশা ভুলতে লিওনেল মেসি অবকাশযাপনে আছেন। এবার দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও অবকাশযাপনে। এই সময়টাতে চলছে মৌসুমপূর্ব প্রস্তুতি। আসন্ন ২০১৬-১৭ মৌসুম শুরুর আগে চলছে দল বদল ও নিজেদের ঝালিয়ে নেয়া। রোনাল্ডো ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে আছেন সুখের সপ্তম স্বর্গে। এই সময়ে চারদিক থেকে প্রশংসায় সিক্ত হচ্ছেন তিনি। এবার তাকে এ প্রজন্মের সেরা হিসেবে অভিহিতি করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার এ্যালেক্স ফার্গুসন। তবে এই প্রশংসার সময়ে একটি প্রাপ্তি হাতছাড়া হয়েছে সি আর সেভেনের। ইউরোর সেরা গোলের পুরস্কারটা পাওয়া হয়নি তার। এটি জিতেছেন হাঙ্গেরির মিডফিল্ডার জোলতার গেরা। স্পেনের ভূমধ্যসাগরীয় ইবিজা দ্বীপে ছুটি কাটিয়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা মেসি। সেখানে স্ত্রী-সন্তানদের নিয়ে বেশ খোজ মেজাজেই দেখা গেছে ফিফা সেরা তারকাকে। এবার একই জায়গায় দেখা গেছে সদ্য ইউরো জয়ী পর্তুগীজ তারকা রোনাল্ডোকে। তিনিও পরিবারের সদস্যদের নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন। বিনোদনের এই ক্ষণে সি আর সেভেনের সঙ্গে আছেন পাঁচ বছরের ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র ও ৬১ বছর বয়সী মা ডেলোরেস। ভূমধ্যসাগরে বিলাসবহুল ইয়টে রোনাল্ডো ও সঙ্গীরা রৌদ্রস্নান করেন। ইয়টেই রোনাল্ডো স্নানে সহায়তা করেন ছেলে ও মাকে। অনেকক্ষণ শুয়ে বসেও কেটেছে রিয়াল মাদ্রিদ তারকার। চোটের কারণে প্যারিসের ফাইনালে ২৫ মিনিটেই তাকে মাঠ ছাড়তে হয়েছিল। কিন্তু ইয়টে হাঁটুর সমস্যাটা ভোগায়নি তাকে। সবকিছু পেছনে ফেলে সময়টা বেশ উপভোগ করছেন বর্তমান বিশ্বের সবচেয়ে কার্যকরী ফুটবলার। রোনাল্ডোর আজ বিশ্বসেরা হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান স্যার এ্যালেক্স ফার্গুসনের। ফার্গির অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় বছর খেলেই নিজেকে শাণিত করেন পর্তুগীজ তারকা। এক সময়ের শিষ্যকে এই প্রজন্মের ‘বিশেষ ফুটবলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ। বৃহস্পতিবার সাক্ষাতকারে ফার্গুসন বলেন, তার (রোনাল্ডো) ফুটবলের প্রতি দারুণ দায়বদ্ধতা আছে। সেসব সময়ই ভাল করতে চায়, জিততে চায়। ম্যানইউতে আমার সময় সে সবচেয়ে বেশি উন্নতি করেছিল। সে কঠোর পরিশ্রমী। তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে সেরা ফুটবলাররা তার নিজের সেরাটা পাঁচ কিংবা ছয় বছর দিতে পারে। পরে এটা শেষ হয়ে যায়। কিন্তু ক্রিশ্চিয়ানো এটা করছে ১০ বছর ধরে। যা অসাধারণ। প্রতি প্রজন্মেই বিশেষ ফুটবলার থাকে, বর্তমানে ক্রিশ্চিয়ানো। ফার্গি দেখেছেন ক্লাবের পর জাতীয় দলের হয়েও সাফল্য পেয়েছেন রোনাল্ডো। ইউরো ২০১৬’র ফাইনালে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোন শিরোপা জিতেছে পর্তুগাল। যেখানে অধিনায়ক ছিলেন সি আর সেভেন। ২০০৩ সালে পর্তুগীজ ক্লাব স্পোর্টিং থেকে মাত্র ১৮ বছর বয়সে রোনাল্ডোকে ম্যানইউতে নিয়ে আসেন ফার্গুসন। আর সে সময়ই তিনবারের ব্যালন ডি’অর জয়ীর মাঝে অসাধারণ ফুটবল দক্ষতা ও খুদা দেখেছিলেন তিনি। যা আজ তাকে বিশ্বসেরা বানিয়েছে। ফার্গি বলেন, রোনাল্ডো সব সময়ই ভাল করতে চায়, জিততে চায়। সে বিশেষ করে বড় ম্যাচ ভালবাসে। এদিকে রোনাল্ডোকে পেছনে ফেলে ইউরোর সেরা গোলের পুরস্কারটি জিতে নিয়েছেন জোলতান গেরা। ৩২ শতাংশ ভোট পেয়ে পর্তুগীজ অধিনায়ককে পেছনে ফেলেন হাঙ্গেরির এই মিডফিল্ডার। গেরার গোলটি গ্রুপ পর্বের ম্যাচে পর্তুগালের বিপক্ষেই করা। ৩-৩ ড্র ম্যাচের ১৯ মিনিটে বুক দিয়ে বল নামিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেছিলেন ৩৭ বছর বয়সী গেরা। এ গোলটিকে সেরা হিসেবে বেছে নিয়েছেন ফুটবলপ্রেমীরা। সেমিফাইনালে ওয়েলসকে ২-০ ব্যবধানে হারানো ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডোর হেড দিয়ে করা গোলটি ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে। ২৩ শতাংশ ভোট নিয়ে সুইজারল্যান্ডের জারডান শাকিরির গোলটি হয়েছে তৃতীয়। পর্তুগালকে শিরোপা এনে দেয়া ফাইনালে ফ্রান্সের বিপক্ষে এডারের গোলটি ১৬ শতাংশ ভোট পেয়ে হয়েছে চতুর্থ।
×