ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোনাকোয় ফারাহর অলিম্পিক প্রস্তুতি

বোল্টকে কিংবদন্তি জনসনের চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:২৪, ১৫ জুলাই ২০১৬

বোল্টকে কিংবদন্তি জনসনের চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বকালের সবচেয়ে গতিধর মানব উসাইন বোল্ট। স্প্রিন্ট ইতিহাসে তারচেয়ে দ্রুতবেগে দৌড়াতে পারেননি কেউ। এ কারণেই জ্যামাইকান এ স্প্রিন্টার ‘বিদ্যুৎ বোল্ট’ নামে পরিচিত। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ডধারী বোল্ট এখন সেরা। কিন্তু সাবেক সেরা মাইকেল জনসন দাবি করলেন দু’জনের মধ্যে মোকাবেলা হলে প্রতিদিন, প্রতি রেসেই জিতবেন তিনি এবং সেটা গ্যারান্টি দিয়েই বাস্তব করবেন। বোল্টকে নিয়ে যখন জনসন এমন মন্তব্য করলেন তখন ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ মোহাম্মদ ফারাহ প্রস্তুত হচ্ছেন আসন্ন অলিম্পিকে তার ডাবল ধরে রাখার লক্ষ্যে। সেজন্য তিনি মোনাকোয় ডায়মন্ড লীগে অংশ নেবেন। গত বিশ্ব আসরে চমকে দেয়া হল্যান্ডের মহিলা স্প্রিন্টার ড্যাফনে শিপার্সও লড়বেন সেখানে। এখন বয়স ৪৮। অনেক আগেই মাইকেল জনসন অবসরে চলে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এ গতি তারকা ২০০০ সালের সিডনি অলিম্পিকেই সর্বশেষ অংশগ্রহণ করেন। জনসন ট্র্যাক এ্যান্ড ফিল্ড দীর্ঘ প্রায় ১০ বছর কাঁপিয়ে চলে যাওয়ার বেশ কয়েক বছর বাদে এসেছেন বোল্ট। এই মুহূর্তে দু’জনের লড়াইটা কোনভাবেই সামঞ্জস্যপূর্ণ কিছু হবে না। কারণ বয়সের বিস্তর তফাৎ। আর জনসন মূলত ছিলেন ২০০ ও ৪০০ মিটারের সম্রাট। তিনি ৪ অলিম্পিক স্বর্ণপদকও জিতেছেন। সঙ্গে আছে বিশ্ব চ্যাম্পিয়নশিপসে আরও ৮ স্বর্ণ। এখন পর্যন্ত ৪০০ মিটারের বিশ্বরেকর্ড ধরে রেখেছেন জনসন। বোল্টের আগে তিনি ২০০ মিটার স্প্রিন্টে অলিম্পিক রেকর্ডের মালিক ছিলেন। তবে বোল্ট আসার পর সেই রেকর্ড হাতছাড়া হয়ে গেছে জনসনের। ১৯৯৬ সালের অলিম্পিকে ২০০ মিটারে ১৯.৩২ সেকেন্ড টাইমিংয়ের যে বিশ্বরেকর্ড গড়েছিলেন জনসন সেটা ১২ বছর ছিল অম্লান। সেই বোল্ট এখনও ট্র্যাক এ্যান্ড ফিল্ড দাপিয়ে বেড়াচ্ছেন। তার আশপাশেও নেই কেউ। ইতোমধ্যেই দুই অলিম্পিকে (বেজিং ২০০৮ ও লন্ডন ২০১২) ট্রিপল জিতেছেন তিনি। ইতিহাসের প্রথম স্প্রিন্টার হিসেবে তৃতীয়বারের মতো ট্রিপল জেতার হাতছানি বোল্টের সামনে। এবার আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিকে সেটাই লক্ষ্য ‘বিদ্যুৎ’ বোল্টের। কিন্তু জ্যামাইকান এ স্প্রিন্টারের সঙ্গে জনসনের বয়সটা যদি কোনভাবে সমান করা যেত এবং দু’জনকে একই ট্র্যাকে প্রতিযোগিতায় নামানো হতো সেক্ষেত্রে বিজয়ীর হাসি কার মুখে থাকত? এমনই একটি প্রশ্ন জনসনকে সম্প্রতি এক অনুষ্ঠানে করা হয়েছিল। মার্কিন এ স্প্রিন্ট কিংবদন্তি গ্যারান্টি দিয়ে ঘোষণা করেন, ‘আমি প্রতিদিন জিততাম। যতবারই আমরা এক লাইন আপে থাকতাম আমিই জয়ী হতাম এবং এটা গ্যারান্টি।’ জনসন সর্বশেষ অলিম্পিকে অংশ নেয়ার ৮ বছর পর বোল্ট তার প্রথম অলিম্পিকে নামেন ২০০৮ সালে। আর আবির্ভাবেই তিনি ভেঙ্গে ফেলেন ১০০ মিটারের রেকর্ড এবং জনসনের ২০০ মিটারের রেকর্ড। কিন্তু জনসনের ৪০০ মিটারের রেকর্ড ২০ বছর ধরেই অটুট আছে। কাজেই বিশ্বের দ্রুততম মানবের খ্যাতির ক্ষেত্রে যদি দূরত্বটা আরেকটু বর্ধিত করা হয় সেক্ষেত্রে বোল্টের চেয়ে এগিয়েই আছেন জনসন। রিও অলিম্পিকে অবশ্য বোল্টের অংশগ্রহণ নিয়ে আছে শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন তিনি। তবে মহিলাদের স্প্রিন্টে এবার আকর্ষণীয় লড়াই অপেক্ষা করছে। বিশেষ করে গত বিশ্ব আসরে সবাইকে চমকে দেয়া শিপার্সের দিকে নজর থাকবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এ ডাচ্ স্প্রিন্টার মোনাকোয় আজ থেকে শুরু হওয়া ডায়মন্ড লীগে অংশ নেবেন। সেটাই হবে অলিম্পিকের আগে তার শেষ প্রস্তুতি। ইতোমধ্যেই ঘরের মাটিতে তিনি সম্প্রতি ১০০ মিটার ও ৪ী১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসে। আর দূরপাল্লার দৌড়ে বর্তমান বিশ্বের দ্রুতমানব মোঃ ফারাহও অংশ নেবেন মোনাকোর এ আসরে। তিনি গত অলিম্পিকের ৫০০০ ও ১০০০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন। আর গত দুইবার এ দুই ইভেন্টের ডাবল জিতেছেন বিশ্বচ্যাম্পিয়নশিপসে। প্রথম দৌড়বিদ হিসেবে অলিম্পিক দূরপাল্লার দৌড়ে ডাবল ধরে রাখার সুযোগ এবার এ ব্রিটিশ তারকার। ২০১৩ সালে মোনাকোর এ ইভেন্টে তিনি ৩ মিনিট ২৮.৮১ সেকেন্ড টাইমিংয়ে শেষ করে ইউরোপিয়ান রেকর্ড গড়েছিলেন।
×