ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মহিলাকে শ্বাসরোধ, যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৬:১৮, ১৫ জুলাই ২০১৬

রাজধানীতে মহিলাকে শ্বাসরোধ, যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে নিখোঁজ এক মহিলাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এদিকে যাত্রাবাড়ীতে ছিনতাকারীরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর দক্ষিণখান এলাকার কাঁশবন থেকে ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) নামে এক নারীর পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। নিহতের পরিবার অভিযোগ করেন, ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার গভীররাতে পুলিশ খবর পেয়ে আশিয়ান সিটির পাশের কাঁশবন থেকে তার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে। পরে পুলিশ তার লাশে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। একই এলাকায় ভাড়া থাকতেন ফাতেমা। এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাকারীরা রাজিব হোসেন (৩৫) এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে। দু’কোটি শিশুকে কাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে ছয় থেকে ৫৯ মাস বয়সী দু’কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এদেশে প্রায় ২৪ ভাগ শিশুমৃত্যু রোধ করা সম্ভব। বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
×