ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ৯ মন্দিরে জঙ্গী হামলার হুমকি দিয়ে চিঠি

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ জুলাই ২০১৬

কক্সবাজারে ৯ মন্দিরে জঙ্গী হামলার হুমকি দিয়ে চিঠি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের নয়টি মন্দিরে একযোগে জঙ্গী হামলা চালানো হবে বলে হুমকি দিয়ে কে বা কারা উড়োচিঠি পাঠিয়েছে। জঙ্গী সংগঠন আইএসের নাম দিয়ে হাতের লেখা দুটি চিঠি পূজা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট রণজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা বরাবর ডাকযোগে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্ম মন্দির খুলে দেখা যায়, সভাপতি-সম্পাদকের নামে দুটি চিঠি পড়ে রয়েছে। চিঠিতে লেখা, ৩০ জুলাই থেকে একযোগে ব্রাহ্ম মন্দির, কালীবাড়ি, সরস্বতীবাড়ি, লোকনাথ সেবাশ্রম, অনুকুল চন্দ্রের আশ্রম, ইসকন মন্দির, কৃষ্ণানন্দধাম, শংকরমঠ, ও রামকৃঞ্চ সেবাশ্রমে হামলা চালানো হবে। কক্সবাজারের হিন্দুরা যতদিন না ইসলাম ধর্ম গ্রহণ করবে ততদিন পর্যন্ত এ জিহাদ চলবে। চিঠিতে আরও লেখা হয়, সমস্ত মন্দিরের পুরোহিত, সভাপতি-সম্পাদককে হত্যা করা হবে। মহেশখালী আদিনাথ মন্দিরে বহুবার চেষ্টা করেও পারা যায়নি, তবে এবার আর রেহাই নেই বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট রণজিত দাশ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
×