ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগমারায় জেএমবি ক্যাডার ও দুই শিবিরকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৬, ১৫ জুলাই ২০১৬

বাগমারায় জেএমবি ক্যাডার ও দুই শিবিরকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জঙ্গী সম্পৃক্ততার অভিযোগে রাজশাহীর বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে এক জেএমবি ক্যাডার ও দুই শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। এরা হলো জেএমবির সক্রিয় সদস্য উপজেলার পলাশী গ্রামের মামুন মহুরী (৪৮), উপজেলা শিবিরের সাবেক সভাপতি, পুঠিয়া উপজেলার হাড়োগাতি গ্রামের কোরবান আলী (২৬) ও শিবির সদস্য দুর্গাপুর উপজেলার ইসবপুর গ্রামের শফিকুল ইসলাম (২৭)। বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাগমারা থানার পুলিশ ভবানীগঞ্জ চানপাড়া মহল্লার এক ভাড়াবাড়ি থেকে উপজেলা শিবিরের সাবেক সভাপতি কোরবান আলী ও সদস্য শফিকুল ইসলামকে গ্রেফতার করে। বেলা দেড়টার দিকে ভবানীগঞ্জ বাজার থেকে জেএমবির সক্রিয় সদস্য মামুন মহুরীকে গ্রেফতার করে থানায় আনে পুলিশ। তাদের বিরুদ্ধেও জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলেও বাগমারা থানার পুলিশ জানিয়েছে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে চালান করা হয়েছে।
×