ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গী সম্পৃক্ততার অভিযোগ

নর্থ সাউথ ভার্সিটি পরিদর্শনে ইউজিসি তদন্ত দল

প্রকাশিত: ০৫:৫৬, ১৫ জুলাই ২০১৬

নর্থ সাউথ ভার্সিটি পরিদর্শনে ইউজিসি তদন্ত দল

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ততার অভিযোগ ও একাডেমিক কার্যক্রম তদন্তে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সরেজমিন তদন্তে গেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটিতে তদন্ত করতে যান। তবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) মোঃ বেলাল আহমেদ জানিয়েছেন, ইউজিসির পরিদর্শন নিয়ে আসলে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। জঙ্গী সম্পৃক্ততার তদন্তের সঙ্গে ইউজিসির এ তদন্তের কোন সম্পর্ক নেই। এটি পূর্ব নির্ধারিত ছিল। রুটিন কার্যক্রমের অংশ হিসেবে এবং বিভিন্ন একাডেমিক বিষয়ে খোঁজখবর নেয়ার জন্যই এ পরিদর্শন। সূত্র জানায়, অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ইউজিসির প্রতিনিধি দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে যান। জঙ্গী কর্মকা-ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার বিভিন্ন তথ্য উঠে আসার প্রেক্ষাপটে ইউজিসির তদন্ত দল সেখানে গেছেন। সূত্র আরও জানায়, একটি গোয়েন্দা সংস্থার দেয়া প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীর বিষয়ে জানতে চায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। ইউজিসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তালিকাটি পাঠায়। এসব শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। মূলত এসব শিক্ষার্থীরা এখন কে কোথায় আছে, কেউ বিদেশে পড়তে গেছে কি না সে সম্পর্কেও খোঁজ নেবে তদন্ত দল। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা বলছেন, ইউজিসির পরিদর্শক দলকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বদ্ধপরিকর। শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে ১০ দিনের বেশি অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের তথ্য দেয়ার বাইরেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ট্রাস্টি বোর্ডের সদস্যরা বলেছেন, এখন থেকে ইউনিভার্সিটির কোন শিক্ষার্থী এক সেমিস্টার অনুপস্থিত থাকলেই তার ছাত্রত্ব বাতিল করা হবে। কোন ছাত্রছাত্রী এক সেমিস্টারও অনুপস্থিত থাকতে পারবেন না। তাদের নিয়মিত হতে হবে। এর আগে পরপর দুই সেমিস্টার অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হতো। ট্রাস্টি বোর্ডের সদস্যরা বলছেন, আমাদের নেয়া পদেক্ষেপ নিয়ে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। কারণ আমরা কেবল ১০ দিন অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের তথ্য জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। একই সঙ্গে অপরাধী হলে ছাত্রত্ব বাতিল ছাড়াও নজরদারির মধ্যে রেখে কাজ করা হচ্ছে। কেউ যাতে অনির্দিষ্টকাল অনুপস্থিত না থাকতে পারে সেজন্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে নিয়মিত করার জন্য কঠোর অবস্থান নেয়া হচ্ছে। এক সেমিস্টারকাল অর্থাৎ চার মাস অনুপস্থিত থাকলে শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
×