ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতি থানায় বেতার বার্তা

বরিশালের পাঁচ যুবক দীর্ঘদিন রহস্যজনক নিখোঁজ

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ জুলাই ২০১৬

বরিশালের পাঁচ যুবক দীর্ঘদিন রহস্যজনক নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার দীর্ঘদিন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ পাঁচ যুবকের সন্ধানে দেশের প্রতিটি থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। স¯প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার পর নিখোঁজ ওই পাঁচ যুবকের খোঁজে নড়েচড়ে বসেছে থানা পুলিশ। বানারীপাড়া থানার ওসি জানান, বিশারকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে মনির হোসেন (২৬) গত ২০ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। একইভাবে গত ১২মে থেকে রাজ্জাকপুর গ্রামের মোস্তাফা কামালের ছেলে হৃদয় আহম্মেদ (২১), মাদারকাঠি গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার (১৯) গত বছরের ২৯ অক্টোবর, বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী বাবুল কর্মকারের ছেলে সুব্রত কর্মকার শুভ (২৪) গত বছরের ২২ ডিসেম্বর এবং উপজেলা সদর থেকে ভোলার দৌলতপুর গ্রামের মীর হাবিবুল্লাহর ছেলে মাহে আলম (২০) গত বছরের ৫ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে। ওসি আরও জানান, নিখোঁজের ঘটনায় ৫ যুবকের পরিবার থেকেই পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজ পাঁচ যুবককে খুঁজে বের করতে এএসআই ইমাম হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে বরিশালের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, নিখোঁজদের খুঁজে বের করতে সারাদেশের থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কেন কী কারণে তারা নিখোঁজ এবং সমসাময়িক জঙ্গী হামলা ও জঙ্গী তৎপরতার সঙ্গে নিখোঁজ যুবকরা সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।
×