ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাখাওয়াতসহ ৯ আসামির রায় যে কোন দিন

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ জুলাই ২০১৬

সাখাওয়াতসহ ৯ আসামির রায় যে কোন দিন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ আসামির মামলার রায় ঘোষণার জন্য সিএভিতে রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। অন্যদিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার ছালামতউল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ) শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে পালাতক আসামিদের পক্ষে মামলা পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় খরচে তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছে আদালত। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ আসামির মামলার রায় ঘোষণার জন্য সিএভিতে রাখা হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। নয় আসামির মধ্যে জাতীয় পার্টির ধর্মবিষয়ক সম্পাদক সাখাওয়াত ও মোঃ বিল্লাল হোসেন বিশ্বাস শুনানির সময় আদালতে হাজির ছিলেন। এছাড়া মোঃ ইব্রাহিম হোসাইন, শেখ মোঃ মজিবুর রহমান, এমএ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং মোঃ আব্দুল খালেক পলাতক রয়েছে। এ মামলায় অভিযুক্ত আরেক আসামি মোঃ লুৎফর মোড়ল কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। এর ফলে আসামির সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। কক্সবাজারের ১৯ রাজাকার ॥ একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ছালামতউল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ) শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের পক্ষে মামলা পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় খরচে তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছে আদালত। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। আসামি পক্ষের আইনজীবীরা হলেন- আব্দুস সুবহান তরফদার, আব্দুস সাত্তার পালোয়ান ও আবুল হাসান।
×