ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ জুলাই ২০১৬

ঝলক

আইসক্রিমের জাদুঘর! নিউইয়র্কে শীঘ্রই চালু হচ্ছে একটি ব্যতিক্রমী জাদুঘর। এই গ্রীষ্মের দাবদাহে নিউইয়র্কবাসীকে স্বস্তি দিতেই যেন এ আয়োজন। টাইম আউট নিউইয়র্ক নামের ম্যাগাজিনে বলা হয়, চলতি মাসে নিউইয়র্কের ম্যানহাটন শহরে চালু হতে যাচ্ছে আইসক্রিমের জাদুঘর। এ জাদুঘরে সবধরনের আইসক্রিমের স্বাদ পাবেন নিউইয়র্কবাসী। জাদুঘরটি জুলাই মাসের ২৯ তারিখ থেকে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত চালু থাকবে। সপ্তাহে ৬ দিনই খোলা থাকবে এটি। বিশ্বের বিভিন্ন স্বাদ-গন্ধ-বর্ণ ও নক্সার আইসক্রিমের ব্যবস্থা থাকছে এ মিউজিয়াম অব আইসক্রিমে। এখানে ঠিক কী কী ধরনের ফ্লেভার থাকছে- সেটা আগেই জানিয়ে দেয়া হবে নির্ধারিত ওয়েবপেজে। মিউজিয়ামটির নক্সা করা হবে শিল্প, খাবার এবং খেলাধুলার বিভিন্ন নমুনা নিয়ে। এটা নিঃসন্দেহে হবে ভিন্নধারার এক জাদুঘর। মোটা মানুষের মৃত্যু! মোটা মানুষকে সচরাচর বাড়তি ওজন নিয়ে উদ্বিগ্ন হতে দেখা যায়। তার ওপর নতুন এ গবেষণা চিন্তা বাড়িয়ে দিতে পারে আরও। কারণ মোটা মানুষেরা সাধারণদের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে পুরুষেরা নারীদের চেয়ে তিনগুণ বেশি ঝুঁকিতে থাকেন। চিকিৎসাবিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত রিপোর্টে প্রায় চল্লিশ লাখ মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, মোটা মানুষেরা স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে অন্তত তিন বছর আগে মারা যায়। উল্লেখ্য, কখনও ধূমপান করেন না এবং দীর্ঘদিন কোন রোগে ভোগেননি- এমন মানুষদের ওপর এ সমীক্ষা চালানো হয়।
×