ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৌফিক অপু

ঘড়ি যখন নিত্যসঙ্গী

প্রকাশিত: ০৪:৩৭, ১৫ জুলাই ২০১৬

ঘড়ি যখন নিত্যসঙ্গী

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। চিরন্তন এ বাণীর মধ্যে দিয়েই প্রকাশিত হয় সময়ের মূল্য। আপন গতিতে বহমান সময়কে মূল্য দেয়া যেমন সাফল্যর চাবিকাঠি, তেমনি না দেয়ার অর্থ জীবনকে ব্যর্থ ও অর্থহীন করে তোলা। সময়ের কাজ সময়ে করা তথা সময়ানুবর্তিতার জন্য চাই ঘড়ি। সময় দেখা ছাড়াও হাতঘড়ি আজকাল ফ্যাশন হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ডিজাইনে বৈচিত্র্যতা, স্থায়িত্ব, কার্যকারিতা, ওজন ইত্যাদির ওপর নির্ভর করে ঘড়ির জনপ্রিয়তা ও মূল্য। লাক্সারি ওয়াচ ম্যাগাজিন ক্যালিবারের মতে এ বছর বিশ্বব্যাপী ছয়টি ব্র্যান্ডের ছয়টি ডিজাইনের ঘড়ি ছিল সর্বাধিক জনপ্রিয়। টিউডর, কার্টেয়ার, ট্যাগ হিউয়ার, ওমেগা, রোলেক্স এবং জেনিথ এই ছয়টি ব্র্যান্ডের জনপ্রিয় ছয়টি ডিজাইনের ঘড়ি আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, গুলশানসহ বড় বড় শপিং সেন্টারে এসব ব্র্যান্ডের শোরুমে পাওয়া যাচ্ছে এই ঘড়ি। তবে এজন্য এর মূল্য গুনতে হবে অন্যান্য ঘড়ির তুলনায় একটু বেশিই টাকা। টিউডর-নর্থ ফ্ল্যাগ এটি টিউডর কোম্পানির সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় ডিজাইনের ঘড়ি। পঞ্চাশের দশকের গোড়ার দিকে টিউডর কোম্পানি ব্রিটিশ নর্থ গ্রিনল্যান্ডে কার্যক্রম শুরু করে। সেটাকে স্মরণ করেই এই ডিজাইনের নাম রাখা হয়েছে নর্থ ফ্ল্যাগ। ঘড়িটিতে আছে সত্তর ঘণ্টার পাওয়ার রিজার্ভ, ক্রোনোমিটার সার্টিফিকেশন এবং এন্টি ম্যাগনেটিক সিলিকন ব্যালান্স। ঘড়িটির মূল্য পড়বে ৩৬৭৫ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশী টাকায় আপনাকে গুনতে হবে ২,৮৬,৬৫০ টাকা (১ মার্কিন ডলার= ৭৮ টাকা ধরে)। কার্টেয়ার-স্লে ডি কার্টেয়ার এক শতাব্দীর বেশি সময় ধরে রাজত্ব করেছে কার্টেয়ার কোম্পানির মন্ট্রেস ডি ফর্মস ঘড়িটি। সম্প্রতি কোম্পানিটির নতুন সংযোজনরূপে ‘সেø’ ডিজাইনটি নিয়ে এসেছে। রোমান হরফে সময় এমনভাবে লেখা হয়েছে, দেখেই মনে হবে যে, পুরনো আমলের কোন দেয়াল ঘড়ি। শৈল্পিক ডিজাইনের এই ঘড়িটিতে ৩৫ মিলিমিটার লেডিস হোয়াইট গোল্ড, হীরা ব্যবহার করা হয়েছে। ফিতাটি চামড়ার। মূল্যবান যন্ত্রাংশ ও ধাতু ব্যবহার করায় এর দামও বেশি। ঘড়িটির মূল্য ৩২,১০০ মার্কিন ডলার অর্থাৎ ২৫,০৩,৮০০ টাকা। ট্যাগ হিউয়ার-কারেরা হিউয়ার জিরো ওয়ান ট্যাগ হিউয়ার কোম্পানিটি বেশ কয়েক বছরের নড়বড়ে অবস্থা থেকে সিএইচএইটি ঘড়ি দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল গত বছর। আর এ বছর তাদের কারেরা হিউয়ার জিরো ওয়ান দিয়ে আবারও তারা ১৮৮৭ সালের মতোই জনপ্রিয়তা অর্জন করেছে। জিরো ওয়ান ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে স্টিল ও টাইটেনিয়াম কার্বাইড। ঘড়িটি শুধু সময়ই বলে দেবে না, সময় নির্ণায়ক যন্ত্র ক্রোনোগ্রাফ হিসেবেও ব্যবহার করা যাবে। ঘড়িটির মূল্য ৫৩০০ মার্কিন ডলার তথা ৪১৩৪০০ টাকা। ওমেগা-গ্লোবমাস্টার বিশ্বখ্যাত ওমেগা বাজারে ক্যালিবার ৮৯০০/৮৯০১ নামে পৃথিবীর প্রথম মাস্টার ক্রোনোমিটার হিসেবে আর্কষণীয় হাতঘড়ি বাজারে আনে। এই ঘড়িটির নতুন ভার্সন গ্লোবমাস্টার এ বছর বাজারে আসার পরপরই জনপ্রিয়তা অর্জন করে। পানি নিরোধক এই ঘড়িটির ৬০ ঘণ্টা পাওয়ার রিজার্ভ আছে। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে আঠারো ক্যারেটের সোনা, তামাসহ আরও কিছু মূল্যবান ধাতু। ঘড়িটির দাম ২১৬০০ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশী টাকায় ১৬৮৪৮০০ টাকা। রোলেক্স-ডে ডেট ফোরটি জনপ্রিয় এই ঘড়িটিকে ‘প্রেসিডেন্ট ওয়াচ’ নামে ডাকা হয়। এই ঘড়িটির বিশেষ বিশেষত্ব হলো এতে সময়ের সঙ্গে সঙ্গে বারও ওঠে। আকর্ষণীয় এই ঘড়িটি ক্রেতাদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি রোলেক্সের আগের ডিজাইনের ঘড়িটি থেকে পনের শতাংশ বেশি কার্যকরী। ঘড়িটি ৭০ ঘণ্টা পাওয়ার রিজার্ভের সক্ষমতা আছে। এই ঘড়িটি পেতে ব্যয় করতে হবে ৬২৫০০ মার্কিন ডলার তথা আটচল্লিশ লাখ পঁচাত্তর হাজার টাকা। জেনিথ-এলিট ৬১৫০ জেনিথের বিখ্যাত এলিট সিরিজের এই ঘড়িটি এ বছর সাড়া ফেলে দিয়েছে। এক শ’ ঘণ্টা পাওয়ার রিজার্ভে সক্ষম এই ঘড়িটির আকৃতি, গড়ন এবং ডিজাইন এমনভাবে করা হয়েছে যে, দেখে মনে হবে অতি সাধারণ একটি ঘড়ি, কিন্তু আবার এর মধ্যে দিয়েই প্রকাশ পাবে আভিজাত্য। এই ঘড়িটি বিক্রি হচ্ছে ৮৩০০ মার্কিন ডলার তথা বাংলাদেশী টাকায় ৬৪৭৪০০ টাকা। ছবি : মারসেল মডেল : রাসেল ও ইফতি ঘড়ি : কবির ওয়াচ কৃতজ্ঞতা : ব্যানকুয়েট ফুডভিলেজ
×