ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূরিভোজ খবরে তদন্ত কমিটি বাতিল

প্রকাশিত: ০৪:২৪, ১৫ জুলাই ২০১৬

ভূরিভোজ খবরে তদন্ত কমিটি বাতিল

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ জুলাই ॥ দৈনিক জনকণ্ঠে বৃহস্পতিবার ১৫ পাতায় ‘দুর্নীতি ঢাকতে ভূরিভোজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের গঠিত আগের তদন্ত কমিটি বাতিল করে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দকে প্রধান করে তিন সদস্যের আরেকটি নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, হাবিবুর রহমান যুগ্ম সচিব ও মোঃ মনিরুল ইসলাম উপসচিব। ওই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মোঃ মাজেদুর রহমান স্বাক্ষরিত এ তদন্ত কমিটি গঠন করা হয়। ২৬ জুন দৈনিক জনকণ্ঠে বাউফলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩০ ব্রিজ নির্মাণে অনিয়ম শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সেতু ও কালভার্ট বিভাগের উপপ্রকল্প পরিচালক সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি বুধবার বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ২২ প্রকল্প কর্মকর্তাসহ (পিআইও) তদন্ত করতে বাউফলে আসেন। তদন্ত কমিটি ৪টি ব্রিজ দায়সারাভাবে পরিদর্শন করে দুপুরে সেতু ও কালভার্ট বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলামের কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের ভাড়িতে ভূরিভোজে অংশ নেন। ওই প্রকৌশলীর এক ভাই অন্য এক ঠিকাদারের নামে ব্রিজের কাজ করছেন। এ নিয়ে জনকণ্ঠে রিপোর্ট প্রকাশিত হলে আগের তদন্ত কমিটি বাতিল করে এ নতুন কমিটি গঠন করা হয়। ঝিনাইদহে স্কুলছাত্র এক বছর ধরে নিখোঁজ মায়ের জিডি নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৪ জুলাই ॥ সদর উপজেলার চাপড়ী গ্রামের হাসান আলী নামের দশম শ্রেণীর এক স্কুলছাত্র এক বছর ধরে নিখোঁজ রয়েছে। তার পিতার নাম শহিদুল ম-ল। ছেলে নিখোঁজের বিষয় নিয়ে বৃহস্পতিবার তার মা সুন্দরী বেগম ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, ডায়েরি নং ৫৮৬। নিখোঁজ ছাত্রের মা জানান, নিখোঁজ হওয়ার ৭-৮ দিন পর বাড়িতে ফোন দিয়ে বলেছিল, আমি ভাল আছি। একটি চাকরি করছি। তারপর থেকে পরিবারে সঙ্গে আর কোন যোগাযোগ নেই তার। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হাসান আলী এক বছর আগে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। সম্মাননা পেলেন ৫ গুণী নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৪ জুলাই ॥ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৪ পেয়েছেন ৫ গুণীজন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ওই গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেন। গুণীজনদের প্রত্যেককে উত্তরীয় মাল্য, সম্মাননা পদক ও সনদ এবং প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- নাট্যকলায় মোঃ হাসিম আপ্পু, কণ্ঠ সঙ্গীতে অলকা দাশ, আবৃত্তিতে বদরুল হুদা জেনু, চারুকলায় সুলতান শাহরিয়ার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আজিজুর রহমানের সভাপতিতে অন্যান্যের মধ্যে ছিলেন জেলা কালচারাল অফিসার বশীর-উল আনোয়ার, নারীনেত্রী পাপড়ী বসু । স্কুল ড্রেস বিতরণ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বৃৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর টুটপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলতায়নে আমিন উদ্দিন স্মৃতি পরিষদের উদ্যোগে দুস্থ-মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলের ড্রেস বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ। পরিষদের সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি এস এম মাসুদ মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান, খুলনা ইউনিসেফের ফিল্ড অফিসের চীফ মোঃ কফিল উদ্দিন এবং রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ।
×