ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৪:২৪, ১৫ জুলাই ২০১৬

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ভিডিও নিয়ে তোলপাড় স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কোচিং সেন্টারে পাঠদানের নামে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির ১২ মিনিটের ভিডিও নিয়ে সর্বত্র তোলপাড় শুরু“ হয়েছে। অভিভাবকরা প্রধান শিক্ষক নুরুল হক সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের। সূত্রমতে, ওই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক সরদার স্কুলের পাশে ভাড়াকৃত কক্ষে শুধু ছাত্রীদের জন্য কোচিং সেন্টার খুলে নিজেই পাঠদান করেন। ওই কোচিং সেন্টার থেকে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, যতক্ষণ তিনি পাঠদান করছেন ততক্ষণই তিনি ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত রাখছেন। এতে ছাত্রীরা বিব্রত বোধ করায় তিনি বেত হাতে নিয়ে সামনে ঘোরাঘুরি করছেন। সত্যতা যাচাইয়ের জন্য বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীরা ওই বিদ্যালয়ে যাওয়ার পর পরই তাদের দেখে অভিযুক্ত প্রধান শিক্ষক নুরুল হক সরদার দৌড়ে পালিয়ে যান। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের দৌড়ে পালানোর দৃশ্য দেখে শ্রেণী কক্ষের বাইরে বেরিয়ে আসে। একাধিক সূত্রে জানা গেছে, স্কুল ম্যানেজিং কমিটির কতিপয় সদস্যের মদদে প্রধান শিক্ষক নুরুল হক সরদার একের পর এক অপর্কম করে পার পেয়ে যাচ্ছেন। এ ব্যাপারে থানার ওসি গোলাম সরোয়ার জানান, বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোর স্টাফ রিপোর্টার, যশোর অফিস থেকে জানান, পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানোর অভিযোগে যশোর সদরের বসুন্দিয়া মোড়ের মহুয়া সার্জিক্যাল ক্লিনিকের মালিক, ম্যানেজার ও নার্সসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে ভুক্তভোগীকে। বৃহস্পতিবার সকালে তাদের আটকের পর দুপুরের দিকে থানায় নিয়ে আসা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। আটককৃতরা হলেন, মহুয়া সার্জিক্যাল ক্লিনিকের মালিক যশোর সদর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের খলিলুর রহমান ও তার ভাই ম্যানেজার ইউনুস আলী এবং বাঘারপাড়ার বহরামপুর গ্রামের আবু বক্করের মেয়ে নার্স রাজিয়া সুলতানা ওরফে হাবিবা। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহরাব হোসেন জানান, এক যুবকের পুরুষাঙ্গ কেটে হিজড়া বানানো হয়েছে এমন খবর পেয়ে তিনি সেখানে হানা দেন। সেখান থেকে ক্লিনিক মালিক, ম্যানেজার, নার্সসহ তিনজনকে আটক করা হয়। আর লিঙ্গ পরিবর্তনের পর শান্তা নাম রাখা হিজড়াকে উদ্ধার করা হয়েছে। এসআই সোহরাব হোসেন আরও জানান, এর আগেও এই ক্লিনিকে এমন ঘটনা ঘটেছে। এই ক্লিনিকে কোন ডাক্তার নেই। তারা ক্লিনিক খুলে মানুষকে প্রতারিত করছে। এই ক্লিনিকে এর আগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। তখন মালিক খলিলুর রহমানকে আটক করে কারাগারে পাঠানো হয়। তবে আটক খলিলুর রহমানের স্ত্রী মাহমুদা খাতুন বলেন, ওই যুবক এক বছর আগে পুরুষাঙ্গ কেটে হিজড়া হয়। এখন তার নাম শান্তা। তার প্রস্রাবের নালিতে জ্বালাপোড়া করায় সে চিকিৎসা নিতে এসেছিল।
×