ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত: ০৪:২৩, ১৫ জুলাই ২০১৬

সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গীবাদবিরোধী বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা জঙ্গী নির্মূলের আহ্বান জানিয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। রাজশাহী ॥ রাজশাহী সরকারী কলেজ ক্যাম্পাসে সস্ত্রাস ও জঙ্গীবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১০ টায় রাজশাহী কলেজ প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে কলেজ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী। পরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা বক্তব্য দেন। রংপুর ॥ ঢাকার গুলশানে ও শোলাকিয়া ঈদগাহে জঙ্গী হামলা চালিয়ে নিরপরাধ বিদেশী নাগরিক, পুলিশসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে জঙ্গীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতিরোধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে নগরীর মেডিক্যাল মোড়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাকে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রংপুর মেডিক্যাল কলেজসহ বেসরকারী মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থী-নার্সসহ সকল স্তরের চিকিৎসক অংশ নেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ নুরন্নবী লাইজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবু তালেব, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বরকতুল্লাহ, কমিউনিটি মেড্যিাল কলেজের শিক্ষক ডাঃ মামুনুর রহমান, স্বাধীনতা ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী পরিষদ রংপুর মেডিক্যাল হাসপাতাল শাখার নেতা মোঃ মশিউর রহমান, শাহিনুর ইসলাম প্রমুখ। বরিশাল ॥ জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে মহানগর ইমাম এবং মোয়াজ্জেম সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে স্টিমারঘাট জামে মসজিদে বুধবার রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফউদ্দীন বেগ। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপ-পুলিশ কমিশনার গোলাম রউফ, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ মোঃ আওলাদ হোসেন, মসজিদ কমিটির সহসভাপতি লিয়াকত হোসেন লিকু, সাধারণ সম্পাদক এটিএম শহীদুল্লাহ কবির, ইমাম মাওলানা নুরুর রহমান বেগ প্রমুখ। কিশোরগঞ্জ ॥ জঙ্গীবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও জেলা যুব ইউনিয়নের উদ্যোগে শহরের গৌরাঙ্গবাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় জঙ্গীবাদ, হত্যা ও সব ধরনের সন্ত্রাসী কর্মকা- মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তৃতা করেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আঃ রহমান রুমী, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রফিউল আলম চৌধুরী মিলাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমা-ার বাসিরউদ্দিন ফারুকী, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব আঃ আউয়াল, শ্রমিক নেতা বাহাউদ্দিন বাচ্চু, জেলা যুব ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান রিপনসহ অন্যরা। ঝালকাঠি ॥ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে জেলার ইমামদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখার উপপরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন। সহকারী পরিচালক ইপ্রএ আলি জিন্না, বিশিষ্ট আলেম মাওলানা আবু সুফিয়ান জাকী ও মাওলানা আঃ হাই নিজামি বক্তব্য রাখেন। যশোর ॥ জঙ্গীবাদ মোকাবেলায় অবিলম্বে রাষ্ট্রপতির প্রতি জাতীয় কনভেনশন ডাকার দাবি জানিয়ে যশোরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই কর্মসূচী পালন করে। এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সহ-সভাপতি ফকির শওকত। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, এস কে তহিদুজ্জামান, এস এম হাবিবুল্লাহ হাবিব, আবু মুসা প্রমুখ। গাইবান্ধা ॥ সমাজতান্ত্রিক দল জেএসডি গাইবান্ধা জেলা শাখা বৃহস্পতিবার এ কর্মসূচীর আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি লাসেন খান রিন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাক সরকার, যুগ্ম সম্পাদক মেকাইল হোসেন খন্দকার, আরজ আলী, আইয়ুব আলী, পুষ্প বাবু, ফারুকুল ইসলাম, গোলাজার হোসেন প্রমুখ। নোয়াখালী ॥ জঙ্গীবাদ-সন্ত্রাস মোকাবেলায় জাতীয় কনভেনশন ও নিরাপত্তা কাউন্সিল গঠনের দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নোয়াখালী জেলা শাখা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাইজদী টাউন হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে এ দাবি করা হয়। এ সময় জেএসডির জেলা সভাপতি এম.এ জলিল চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জেএসডির জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাউসার নিয়াজী, যুগ্ম সম্পাদক নূর রহমান চেয়ারম্যান, আনোয়ারুল করিম মানিক, মফিজুর রহমান, ইসমাইল হোসেন, ইকবাল হোসেন, আমিন উল্যা বাহার প্রমুখ। মানিকগঞ্জ ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন। কর্মশালায় ইমাম, ওলামা-মাশায়েখ ও বিভিন্ন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক ও সচেতনমহলের ছয়শতাধিক নারী-পুরুষ অংশ নেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন ,পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডাঃ মোঃ ইমরান আলী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আল্লামা গোলাম মাওলা নকশেবন্দী প্রমুখ। সাতক্ষীরা ॥ দেশব্যাপী জঙ্গী হামলা ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জেলা ১৪ দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ১৪ দলের আহবায়ক মুনসুর আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, ১৪ দলের জেলা সদস্য সচিব এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ প্রমুখ। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গী নির্মূলে জনমত এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে আইনজীবীরা মানববন্ধন করেছে। বৃহস্পিতিবার আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধু পরিষদ এর আয়োজন করে। এতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী, সাবেক দুই সভাপতি আর্শেদ উদ্দিন চৌধুরী ও মজিবুর রহমান (সাবেক মেয়র), সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পল্টু, সাবেক সাধারণ সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি নাছিরুজ্জামান খান। মানববন্ধনে বক্তারা জঙ্গী হামলায় নীরিহ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে জঙ্গীদের উৎখাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
×