ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হত্যা মামলা ॥ বিএনপির সাত নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৪:২২, ১৫ জুলাই ২০১৬

হত্যা মামলা ॥ বিএনপির সাত নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৪ জুলাই ॥ নলডাঙ্গায় বিএনপি কর্মীদের হামলায় নিহত আওয়ামী লীগ কর্মী আদিবাসী লক্ষণ মুন্ডা হত্যা মামলার প্রধান আসামিসহ ৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলো- নলডাঙ্গা উপজেলার মমিনপুর পূর্বপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে আতাউর রহমান, ভানুরভাগ গ্রামের মৃত রেফাত উল্লার ছেলে পিন্টু, ছোট সিংড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে রিপন ওরফে নাজমুল, মৃত কছির উদ্দিনের ছেলে ফজুল, মির্জাপুর দিঘার মৃত জগু সরদারের ছেলে নবির, মৃত খেতনের ছেলে মোজাহার, মমিনপুর উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে রফিক। পুলিশ জানায়, ২০১৩ সালের ২৬ অক্টোবর ১৮ দলীয় জোটের ডাকা তিনদিনের হরতাল সফল করার লক্ষ্যে হরতালের আগে বিএনপি কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি লক্ষণ মুন্ডার বাড়ি অতিক্রম করার সময় মিছিলকারীরা তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় তারা লক্ষণ মুন্ডাকে পিটিয়ে এবং তার ছেলে মাতুরাম মুন্ডাকে কুপিয়ে আহত করে। আহত লক্ষণ মুন্ডাকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর তিনি মারা যান। বিসিসি’র প্রধান নির্বাহী স্ট্যান্ডরিলিজ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমারকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান রোমেল বলেন, বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন শাখার একজন উপ-সচিব স্বাক্ষরিত স্ট্যান্ডরিলিজের আদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল বাঢ়ীকে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। তবে কি কারণে এ আদেশ দেয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। ভৈরবে ভুয়া পুলিশ আটক নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৪ জুলাই ॥ বৃহস্পতিবার ভোরে ভৈরবের কমলপুর এলাকা থেকে শেখ শাহিন নামে এক ভুয়া পুলিশ অফিসারকে আটক করেছে পুলিশ। আটক শাহিন নিজেকে পুলিশ অফিসার ও সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়সহ শহরের বিভিন্ন স্থানে আবাসিক বাসাবাড়ি ভাড়া নিয়ে নারী দিয়ে দেহ ব্যবসা করত বলে পুলিশ জানিয়েছে। সে কমলপুর এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে। ভৈরব থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু তাহের জানান, আটক শাহিন দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ অফিসার, কখনও সাংবাদিক পরিচয় দিয়ে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ ও মোবাইল সেট ছিনিয়ে নিচ্ছিল। দামুড়হুদায় কৃষককে কুপিয়ে আহত দামুড়হদা, চুয়াডাঙ্গা, ১৪ জুলাই ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ায় কৃষক নুর আলমকে (২৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহত নুর আলম জয়রামপুর গ্রামের মৃত আবুল হালসানার ছেলে। জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত আবুল হালসানার ছেলে কৃষক নুর আলম স্থানীয় রেলস্টেশন সংলগ্ন চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে কলোনিপাড়া নামক স্থানে পৌঁছলে ৫/৬ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে। লঞ্চের ধাক্কায় নৌকাডুবি ॥ শিশু নিখোঁজ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীর মোহনার খয়রাবাদ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বেদে বহরের একটি নৌকা ডুবে চাঁদনী নামের দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। নিখোঁজ চাঁদনীর পিতা হেলাল সরদার বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাসানচর থেকে ঢাকাগামী এমভি আওলাদ লঞ্চটি নৌকার ওপর উঠিয়ে দেয়। এতে নৌকা ডুবে যাওয়ার পর আমি ও আমার স্ত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও মেয়েকে বাঁচাতে পারিনি। ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ), ১৪ জুলাই ॥ শাহজাদপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের বাসভবনে বুধবার গভীর রাতে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেল দুটি বিস্ফেরিত না হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থকে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়িতে ককটেল পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে। ঘটনার প্রতিবাদে বেলা ১১টার দিকে শাহজাদপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
×