ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তাকর্মীদের বুলেট প্রুফ জ্যাকেট দেয়ার নির্দেশ ডেপুটি স্পীকারের

প্রকাশিত: ০৮:৫১, ১৪ জুলাই ২০১৬

নিরাপত্তাকর্মীদের বুলেট প্রুফ জ্যাকেট দেয়ার নির্দেশ ডেপুটি স্পীকারের

সংসদ রিপোর্টার ॥ সাম্প্রতিক পরিস্থিতি ও সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা আরও জোরদারের পাশাপাশি সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট সরবরাহের নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। বুধবার সংসদ ভবন এলাকা পরিদর্শন করে এ নির্দেশ দেন তিনি। ডেপুটি স্পীকার সংসদ ভবনের প্রতিটি চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের খোঁজখবর নেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মোঃ আবদুল রব হাওলাদার, সার্জেন্ট এ্যাট আর্মস কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস পুলিশ সুপার মোঃ সেলিম খান ও অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
×