ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গরু পাচার রুখতে এবার ভারতে পুলিশের টাস্কফোর্স

প্রকাশিত: ০৮:৪৯, ১৪ জুলাই ২০১৬

গরু পাচার রুখতে এবার ভারতে পুলিশের টাস্কফোর্স

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের হরিয়ানা রাজ্য একটি নতুন পুলিশ দল গড়েছে যাতে সেখান থেকে কোন গরু বাইরে পাচার না হয়। ভারত থেকে যত গরু বাংলাদেশে পাচার হয়, তার একটা বড় অংশই হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলো থেকে আনা হয়। খবর বিবিসির। নতুন এই পুলিশ দলের শীর্ষে রয়েছেন ডিআইজি পদমর্যাদার অফিসার ভারতী অরোরা। তার সঙ্গে আরও প্রায় তিনশ’ অফিসার ও পুলিশকর্মী এই নতুন পুলিশ টাস্কফোর্সে যোগ দিয়েছেন। প্রয়োজন মতো যে কোন জেলার বা থানার পুলিশ বাহিনীরও সাহায্য নিতে পারবে এই পুলিশ টাস্কফোর্স। অরোরা বলেন, ‘যেসব রাস্তা দিয়ে গরু রাজ্যের বাইরে পাচার হয়, সেগুলোর ওপরে নজরদারি করা, চেকপোস্টে তল্লাশি করা, কোথাও যদি পাচারের জন্য গরু মজুত করে রাখার খবর পাওয়া যায়, সেখানে হানা দেয়া-এগুলোই মূল কাজ আমাদের। প্রতিটা জেলাতেই আমাদের টাস্কফোর্সের একেকটা ছোট ছোট দল গড়া হয়েছে। এছাড়া গ্রামে গ্রামে গরু পাচারের বিরুদ্ধে প্রচারও চালানো হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে একটা গরুও যেন রাজ্যের বাইরে পাচার না হয়।’
×