ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামায়াতসহ জোট নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

প্রকাশিত: ০৮:৪৫, ১৪ জুলাই ২০১৬

জামায়াতসহ জোট নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ গুলশান হত্যাকা-ের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে জঙ্গীবাদের অভিযোগে অভিযুক্ত যুদ্ধাপরীদের গঠিত জামায়াতে ইসলামীসহ ২০ দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জঙ্গী কর্মকা-ে মদদ দেয়ার অভিযোগ বহু পুরনো। গুলশান ইস্যুতে বিএনপি চেয়ারপার্সনের ডাকে সাড়া না দিয়ে সরকার দায়িত্বহীনতা দেখাচ্ছে বলে বৈঠক শেষে এমন প্রতিক্রিয়া দিয়েছে ২০ দলীয় জোট। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেন। ইতোপূর্বে গুলশান হত্যাকা-ের পর জঙ্গীবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া। তবে দেশে জঙ্গীবাদের উত্থানের জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে খালেদা জিয়ার আহ্বান নাকচ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বৈঠকের পর এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদার আহ্বানে সাড়া দিতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে সরকারকে পুনরায় আহ্বান জানান তিনি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সঙ্গে বৈঠকের পর বিএনপি চেয়ারপার্সন পরবর্তী কর্মসূচী ঠিক করবেন। দেড় ঘণ্টার এই বৈঠকে জোট নেতাদের কাছে করণীয় বিষয়ে মতামত শোনেন খালেদা। বৈঠকে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান। বিশ দলে অন্যদের মধ্যে বিজেপির আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী। জামায়াতের শীর্ষনেতাদের কারও যুদ্ধাপরাধে মৃত্যুদ- কার্যকর এবং কেউ কেউ কারাগারে থাকায় বৈঠকে দলটির প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আবদুল হালিম। ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করীম খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন বৈঠকে অংশ নেন।
×