ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধ্রুব হাসান

শিশুস্বর্গে প্রসুন

প্রকাশিত: ০৬:৪১, ১৪ জুলাই ২০১৬

শিশুস্বর্গে প্রসুন

ময়মনসিংহের মেয়ে প্রসূন আজাদ নিজের মেধা আর শ্রম দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকমনে। ছোটবেলা থেকেই জড়িত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে। তিনি যেমন অভিনয় জানেন তেমনি গানও জানেন। তার প্রিয় গান কিশোর কুমারের ‘সেই রাতে চাঁদ ছিল পূর্ণিমা রঙ ছিল ফাল্গুনী হাওয়াতে...’ নজরুল সঙ্গীত বিভাগে নতুন কুঁড়ির ঢাকা বিভাগের সেরা শিল্পীও হয়েছিলেন তিনি। অনিমেষ আইচের পরিচালনায় ‘একটি মৃত্যুর স্বপ্ন’ ছিল তার অভিনীত প্রথম নাটক। তার অনুপ্রেরণার উৎস তার বাবা, এ প্রসঙ্গে তিনি বলেন- আমার বাবার শিল্পের প্রতি দুর্বলতা রয়েছে। তিনিই আমাকে শিল্পচর্চার প্রতি আগ্রহী করে তুলেছেন, না হলে কখনও শিল্পী হতে পারতাম না। অশিক্ষিতই থেকে যেতাম। তার প্রিয় স্মৃতিগুলোর মধ্যে হলো- শৈশবে আব্বুর সঙ্গে ঢাকার বাইরে ঈদ, গানের ক্লাস, এই স্মৃতিগুলো মন ভাল করে দেয় তার। সময়ের সঙ্গে একই গতিতে এগিয়ে চলছেন তিনি। এরইমধ্যে চলচ্চিত্রে অভিনয় করে দুই পর্দায় সমানতালে চলার সক্ষমতার কথা জানান দিয়েছেন। আর জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন। লাক্স তারকা প্রসূন আজাদ এ প্রজন্মের জনপ্রিয় মুখ। তবে জনপ্রিয় তারকা অভিনেতা কিংবা অভিনেত্রীদের একটি নৈমিত্তিক কাজের মধ্যে একটি অংশ হলো- বছরের বিশেষ দিনগুলো সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এর ব্যতিক্রম নন প্রসূন আজাদও। রাজধানীর উত্তর বেগুনবাড়ি, সংলগ্ন হাতিরঝিল, পদ্মা গার্মেন্টসের পেছনে সুবিধাবঞ্চিত শিশুদের থাকার স্থান ‘শিশুস্বর্গে’ গিয়ে ঈদের দিনের নির্দিষ্ট একটা সময় তিনি কাটিয়ে এসেছেন। আর তারই কিছু ছবি তিনি আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে তিনি পোস্ট করেছেন। আর শিশুস্বর্গের একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমরা শিশুস্বর্গ’ পরিবার বিশ্বাস করি। ‘একলা শিশুর ঈদ, আমাদের খুশি’। হৈ-হুল্লোরে পার করব পুরো দিনটি, উদ্দেশ্য একটাই, সুবিধাবঞ্চিত, এই অনাথ শিশুগুলোর মুখে হাসি ফোটানো। এই শিশুগুলোর সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতেই আমাদের এ আয়োজন। শিশুর কাছে, স্বর্গ আছে।
×