ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

এল আর বির নতুন চমক

প্রকাশিত: ০৬:৪১, ১৪ জুলাই ২০১৬

এল আর বির নতুন চমক

দুটো আলাদা সময় ও অধ্যায় দিয়ে ক্যারিয়ার শুরু করেন আইয়ুব বাচ্চু। দীর্ঘ ৪০ বছর ধরে বাংলাদেশ ব্যান্ড মিউজিকের পথিকৃৎ তিনি। জনপ্রিয় ব্যান্ড এল আর বি’র প্রতিষ্ঠাতা। ১৯৭৬ সালে সোলস ব্যান্ডের লিড গীটারিস্ট হয়ে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ১৫ বছর পর ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন খরঃঃষব জরাবৎ ইধহফ (খজই) ব্যান্ড। ৯২ তে রিলিজ হয় ব্যান্ডের প্রথম এ্যালবাম ফেরারি মন। সেই থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ব্যান্ড মিউজিকের অভিভাবকের ভূমিকায় আইয়ুব বাচ্চু। তিন দশক ধরে লিখছেন, গাইছেন ও বাজাচ্ছেন। পরবর্তীতে আয়ুব বাচ্চু ও তার খজই পৌঁছে যান শহর নগর থেকে লোক-লোকান্তরে। গেল শতাব্দীর ৯০ দশকে উঠতি বয়সের তরুণদের সঙ্গে যখন খজই’র পরিচয় ঘটে তখন বাংলাদেশ ব্যান্ড সঙ্গীতের পুরো প্রেক্ষাপট বদলে যায়। রক সঙ্গীতে তরুণদের তীব্র আগ্রহ ছড়িয়ে পড়ে সব বয়সে সব জনপদে। ব্যান্ড খজই ৯২ থেকে ২০০৮ নিয়মিত ১২টা এ্যালবাম শ্রোতাদের মনের খোরাক যুগিয়েছে এবং পূর্ণ করেছে হৃদয়ের আকাক্সক্ষা। সময়ের সঙ্গে সব ক্ষেত্রেই উজান-ভাটা লক্ষণীয়। বিরতির পর ২০১২ সালে যুদ্ধ (এ্যালবাম) নিয়ে আবার ফিরে আসে খজই। সময় অনুকূল না থাকায় ভাটিতেই ভাসতে হলো যুদ্ধের আয়োজন। (এ ভাটির ইতিহাস দীর্ঘ)। যা ভাসে তা কখনও ডোবে না। খজই এ সত্য জানেন, তাই তো তিরোধান নয় বরং আবির্ভাব। ‘রাখে আল্লাহ মারে কে’ ৩০ জুন ২০১৬ মোবাইল অপারেটর রবির পকেট এফএম রবি রেডিওতে রিলিজ পায় এই এ্যালবাম। ঈদকে উপলক্ষ করেই এ এ্যালবামের রিলিজ। এই এ্যালবামের মধ্য দিয়ে খজই তাদের ব্যান্ডের ২৫ বছর পূর্তি উদযাপর করে। ২৫ বছর ধরে একটা ব্যান্ড বাংলাদেশের জন্য সত্যই অসামান্যের। ইতোমধ্যে ‘রাখে আল্লাহ মারে কে’ ‘মন’ ‘নাচচে’ ‘তোমরা ১১ জন’ গানগুলো মুটোফোনে শ্রোতারা শুনছেন। কদিন বাদেই আসবে বাকি গানগুলো। এই এ্যালবামে মোট ৮ আটটি গান। এনালগ জীবন থেকে যখন ডিজিটালে প্রবেশ করলাম সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই স্বাতন্ত্র্য হারিয়েছে। তারপরও অনেক কিছুরই স্বাতন্ত্র্যের নতুন অধ্যায় উদ্ধারে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে আইয়ুব বাচ্চু বা খড়াব জঁহং ইষরহফ (খজই) এর সহযোদ্ধারা।
×