ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুসান্না সাজ্জিল

প্রাণ ফিরে পেয়েছে সিনেমা হল

প্রকাশিত: ০৬:৪০, ১৪ জুলাই ২০১৬

প্রাণ ফিরে পেয়েছে সিনেমা হল

ভাল ছবির যে কোন বিকল্প নেই এবারের ঈদের প্রথম দিকে আবারও বিষয়টি নতুন করে প্রমাণ হলো। ঈদের প্রথম দিন থেকেই দর্শকরা নিজেদের প্রিয় তারকা বা পছন্দের ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করেন। ঈদ আসলেই বিনোদনপ্রেমী মানুষ সিনেমা হলে ভিড় জমান। এ বছরও প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সারাদেশের সিনেমা হলগুলোতে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে দর্শকরা এসেছেন তাদের প্রিয় নায়ক নায়িকাদের সিনেমা দেখতে। ঈদের সিনেমা দেখতে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। সকাল থেকেই দর্শকদের আনাগোনায় মুখর ছিল প্রেক্ষাগৃহগুলো। নারী দর্শকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। অধিকাংশ বড় হলেই বন্ধ ছিল টিকেট কাউন্টার। ব্ল্যাকে বিক্রি হয়েছে সিনেমার টিকেট। বেশি দামে হলেও দর্শকরা টিকেট কেটে দেখেছেন প্রিয় তারকাদের সিনেমা। ৩০ টাকার টিকেট ৩০০ টাকায় কেটেও দেখেছে সিনেমাপাগল দর্শক । এ যেন এবারের ঈদে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। কয়েক বছর ধরে চলচ্চিত্র ব্যবসায় চলছিল মন্দাভাব। কিন্তু এবারের ঈদে পাল্টে গেছে সব হিসাব। ঈদের দিন থেকে মুক্তি পাওয়া সব ছবি দেখতে সিনেমা হলগুলোয় ভিড় করছে দর্শক। খোঁজ নিয়ে বিভিন্ন সিনেমা হলে এমন চিত্রই দেখা গেছে। রাজধানীর সিনেমা হলগুলোয় তিল ধারণের ঠাঁই ছিল না। এর পাশাপাশি বিভাগ ও জেলা শহরের সিনেমা হলেও দর্শক ছিল চোখে পড়ার মতো। এবারের ঈদে বড় পর্দায় চারটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো জাকির হোসেন সীমান্ত ও জয়দেব পরিচালিত শাকিব ও শ্রাবন্তীর ‘শিকারি’, আবদুল আজিজ ও বাবা যাদবের পরিচালনায় জিৎ ও নুসরাত ফারিয়ার ‘বাদশা’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘সম্রাট’, শামীম আহমেদ রনি পরিচালিত শাকিব খান, তিশা, আঁচল ও পড়শী অভিনীত ‘রানা পাগলা-দ্য মেন্টাল’। ঈদের দিন থেকে দর্শকরা পাল্লা দিয়ে চারটি ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করেন। বড় বাজেটের এ ছবিগুলো দিনদিন হাড্ডাহাড্ডি লড়াই করে চলছে। ছবি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শাকিব খানের ‘শিকারি’। এ ছবির প্রমো ও গান প্রকাশের পর পরই সাধারণ দর্শক মহলে আলোচনায় চলে আসে। এ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন কলকাতার মিষ্টি মেয়ে শ্রাবন্তী। দেখা গেছে, দর্শক আগ্রহ নিয়ে সিনেমা হলে ঢুকেছে। ছবি দেখার পর তারা বলেন, ‘নতুন’ শাকিব খানকে পেয়েছি আমরা। দীর্ঘদিন পর বদলে যাওয়া শাকিব খানের অভিনয় আমাদের মুগ্ধ করেছে। একঘেঁয়ে শাকিব খানকে দেখতে দেখতে দর্শক যখন তাকে নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিল, ঠিক ওই মুহূর্তে ‘শিকারি’ দিয়ে ফিরে এসেছেন নতুন ভাবে। হলের ভেতর মুহুর্মুহু করতালিতে কিং খানকে স্বাগত জানান দর্শক। ছবির গল্প, অভিনয় ও দারুণ মেকিংয়ে দর্শকের মন জয় করেছে শিকারি। অন্যদিকে বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়েও ছিল দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ। ‘বাদশা’ ছবিতে কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ ছিলেন ফারিয়ার নায়ক। রাজধানীর বলাকা সিনেমা হলে গিয়ে দেখা গেছে প্রাণ ফিরে পেয়েছে বলাকার প্রাঙ্গণ। টিকেটের জন্য দীর্ঘ অপেক্ষা, বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইন। বাদশা ছবিটি দেখতে কেউ এসেছেন পুরো পরিবার নিয়ে, কেউ বান্ধবী নিয়ে। একদল শিক্ষার্থীকেও দেখা গেছে। যেন চির চেনা দর্শক ফিরে এসেছে সিনেমা হলে। ফিরে এসেছে বাংলা ছবির সুদিন, এক দশক আগের চিরচেনা পরিবেশ। ফরিয়ার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। জিতের অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। ‘ডন বাদশা’ চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন দারুণভাবে। এ্যাকশন, রোমান্টিক ও ফান সব মিলিয়ে বাদশা টিকেটের মূল্য উসুল করেছে দর্শক। দেখা গেছে, প্রথম শো ভাঙ্গার পরও দ্বিতীয় শোয়ের জন্য দর্শকের উপচে পড়া ভিড় ছিল। জাজ মাল্টিমিডিয়ার ‘শিকারি’ ও ‘বাদশা’ ছবি দুটি যথাক্রমে ঢাকায় ৯৯টি এবং ৫৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর ‘বাদশা’ ছবিটি ভারতে ১১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে ‘শিকারি’ ছবিটি ভারতে এখনও মুক্তি পায়নি। ১২ই আগস্ট ভারতে ছবিটি মুক্তি পাবে। অন্যদিকে ‘সম্রাট’ ছবিটির ডিস্ট্রিবিউশন করছে টাইগার মিডিয়া। এ ছবিটিও দর্শকরা দেখতে ভিড় জমাচ্ছেন। ছবিটি মোট ৭৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর ঋদ্ধি টকিজের পরিবেশনায় মুক্তি পেয়েছে ‘রানা পাগলা-দ্য মেন্টাল’। এ ছবির পরিচালক শামীম আহমেদ রনির ভাষ্যমতে, এখন পর্যন্ত ছবিটি ১১৬টি হলে মুক্তি পেয়েছে। আর ছবিটি এখন পর্যন্ত বেশ ভাল যাচ্ছে। রাজধানী ঢাকার বলাকা, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার, মধুমিতা, বলাকা, সনিসহ সারাদেশে মোট ৩৬০টি প্রেক্ষাগৃহে চলছে এবারের চারটি ছবি। কোন কোন প্রেক্ষাগৃহে নতুন ছবি নিতে না পারার কারণে চলছে পুরনো ছবি। তবে সেই সংখ্যাটা খুবই কম। খোঁজ নিয়ে জানা গেছে, জাজের ‘শিকারি’ ছবিটি সবচেয়ে এগিয়ে আছে। এরপর ‘বাদশা’, ‘সম্রাট’ ও ‘রানা পাগলা’। তবে প্রথম দিন থেকে সব ক’টি ছবিই বেশ ভালই চলেছে। চলচ্চিত্র ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে এবং বিভিন্ন সূত্রে আরও জানা গেছে, ঈদের প্রথম দিন থেকে এ পর্যন্ত ছবি আশানুরূপ সাফল্য পায়। এখন চূড়ান্ত সাফল্যের জন্য পুরো সাতদিন অপেক্ষা করতে হবে। তবে আশার কথা, প্রতিটি ছবিই দর্শক পছন্দ করার পাশাপাশি প্রশংসাও করেছেন। দর্শকদের এ আনন্দটা অব্যাহত থাকলে প্রতিটি ছবিই আশানুরূপ ভাল ব্যবসা করবে বলে চলচ্চিত্র ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন। ভাল ছবির দর্শক আগেও ছিল এখনও আছে। শুধু তাদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হলে চলচ্চিত্র ব্যবসায় চাঙ্গাভাব ফিরে আসবে। আসবে সুদিন। চলচ্চিত্র ফিরে পাবে তার হারানো গৌরব। কারণ, চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, ভাল ছবির কোন বিকল্প নেই। ভাল ছবি সিনেমা হলে চললে দর্শকরা তা দেখতে আসবেন এবং ছবিগুলো ব্যবসার মুখ দেখবে। ফিরে পাবে চলচ্চিত্রের সোনালি বাজার।
×