ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মীর কাশেমকে বাঁচাতে টাকার বস্তা নিয়ে নিউইয়র্কে দৌড়ঝাঁপ

প্রকাশিত: ০৬:৩৫, ১৪ জুলাই ২০১৬

মীর কাশেমকে বাঁচাতে টাকার বস্তা নিয়ে নিউইয়র্কে দৌড়ঝাঁপ

এনআরবি, নিউইয়র্ক থেকে ॥ ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে এবং শোলাকিয়ায় ঈদ জামাতের কাছাকাছি সন্ত্রাসী হামলার মূল উদ্দেশ্য ছিল কিছু বিদেশীকে জিম্মি করে যুদ্ধাপরাধী হিসেবে মৃত্যুদ-প্রাপ্ত মীর কাশেমকে মুক্ত করা। সেটি ব্যর্থ হওয়ার পর এখন টাকার বস্তা নিয়ে দেন-দরবারে নেমেছে মীর কাশেমের পুত্রসহ নিউইয়র্কে বসবাসরত তার স্বজনেরা। ১১ জুলাই তারা এখানকার ম্যানহাটানে একটি হোটেলে বৈঠক করেন। বৈঠকে জামাতের নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। প্রবাসের নেতৃস্থানীয় কয়েক ব্যক্তি এক চিহ্নিত কয়েকটি মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে মার্কিন প্রশাসনে সর্বোচ্চ দেন-দরবারের পরিকল্পনা করা হয় এ সময়। এযাবত যত অর্থের প্রয়োজন তা দেয়ার অঙ্গীকার করেন মীর কাশেমের পরিবার’-এ তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন। জঙ্গীবাদ নির্মূলে শেখ হাসিনা সরকারের গৃহীত পদক্ষেপের সমর্থন এবং জঙ্গীবাদের হোতা হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সর্বস্তরের প্রবাসীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। সমগ্র কর্মসূচীর সমন্বয় করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সঙ্গে ছিলেন বিভিন্ন পেশার প্রতিনিধিত্বকারী প্রবাসীরা। উল্লেখ্য, গুলশান এবং শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সুদূর এ প্রবাসেও সর্বস্তরের বাঙালীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে, একইদিন বিকেলে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জঙ্গীবাদের মদদদাতাদের রুখে দেয়ার লক্ষ্যে বাঙালী জাতির ইস্পাতদৃঢ় ঐক্য কামনায় আরেকটি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচীর সমন্বয় করে যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকি, যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি সর্বজিৎ দাস তুর্য, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোহসিনা রীমা, মুক্তিযোদ্ধা-লেখক হারুন চৌধুরী প্রমুখ। ‘এডুকেশন লিডারশিপ এ্যাওয়ার্ড’ পেলেন বিএসএমএমইউ উপাচার্য ডাঃ কামরুল স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক পুরস্কার ‘এডুকেশন লিডারশিপ এ্যাওয়ার্ড ’ লাভ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বাংলাদেশে মেডিক্যাল শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণায় গতিশীল নেতৃত্বের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। আগামী ৫ আগস্ট সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক ম্যারনা স্কয়ারে অনুষ্ঠিতব্য বিশ্ব শিক্ষা সম্মেলনে গুরুত্বপূর্ণ ও অত্যন্ত মর্যাদাসম্পন্ন এ পুরস্কার প্রদান করা হবে। এটি এশিয়ার শিক্ষা এক্সেলেন্স পুরস্কার হিসেবে বিবেচিত। বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমও এশিয়া, বিশ্ব শিক্ষা কংগ্রেসের গবেষণা সহযোগী হিসেবে এশিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যারা তার স্ব স্ব ক্ষেত্রে রোল মডেল এবং দৃষ্টান্তমূলক নেতৃত্ব দিচ্ছেন বা দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের মর্যাদাসম্পন্ন এ পুরস্কারে ভূষিত করে।
×