ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ সুপার কাপে দর্শক রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৩৩, ১৪ জুলাই ২০১৬

স্প্যানিশ সুপার কাপে দর্শক রোনাল্ডো

চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে সদ্য ইউরো জয়ী পর্তুগীজ তারকাকে, বেয়ার্ন কোচ আনচেলোত্তি বললেন, রিয়াল ছাড়বে না রোনাল্ডো, ন্যানিকে সিলভার বুট উপহার সি আর সেভেনের স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুম শুরুর আগে মৌসুমপূর্বক উয়েফা সুপার কাপ খেলবে রিয়াল মাদ্রিদ। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচটিতে খেলতে পারবেন না দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে সি আর সেভেনকে। দুর্দান্ত খেলে ইউরোতে নিজ দেশ পর্তুগালকে প্রথমবার চ্যাম্পিয়ন করিয়েছেন রোনাল্ডো। সময়টা তাই দুর্দান্ত কাটছে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের। কিন্তু এর মাঝেও আপসোস, সুপার কাপে খেলতে পারবেন না তিনি। আগামী ৯ আগস্ট উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও সেভিয়া। দুটিই স্পেনের ক্লাব। প্রতি মৌসুমের শুরুতেই হয় এক ম্যাচের এই টুর্নামেন্ট। যেখানে মুখোমুখি হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ বিজয়ী ক্লাব দুটি। গত মৌসুমে এ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছে রিয়াল। আর লিভারপুলকে হারিয়ে ইউরোপার লীগের শিরোপা জয় করে সেভিয়া। উয়েফা সুপার কাপে সাধারণত চ্যাম্পিয়ন হতে দেখা যায় চ্যাম্পিয়ন্স লীগে জয়ী দলকেই। কারণ শক্তি সামর্থ্যে তারা এগিয়ে থাকে অনেক। ইউরোপা লীগ ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট। যারা চ্যাম্পিয়ন্স লীগ খেলতে পারে না, তারাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু মৌসুমের প্রথম এই ট্রফি জেতার মিশনে রিয়াল পাবে না রোনাল্ডোকে। তবে এ নিয়ে খুব একটা চিন্তিত নন রিয়াল কোচ জিনেদিন জিদান। সি আর সেভেনকে ছাড়াই শিরোপা জিততে বেশ আত্মবিশ্বাসী তিনি। এদিকে রিয়াল ছেড়ে রোনাল্ডো বেয়ার্ন মিউনিখে যোগ দেবেন না বলে মনে করেন ক্লাবটির নতুন কোচ কার্লো আনচেলোত্তি। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, রোনাল্ডোর পেশাদারী মনোভাব পছন্দ করি আমি। ফুটবলে সব সময়ই কিছু ঘটতে পারে। কিন্তু রোনাল্ডোর মতো খেলোয়াড়কে অন্য কোন ক্লাবে দেখাটা খুব কঠিন। তিনি আরও বলেন, মেসি, লাম, মুলার, মালদিনির মতো খেলোয়াড়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এদের মতো খেলোয়াড়রা সাধারণত তাদের ক্লাব ছাড়তে পারে না। যে ক্লাবে খেলে সেই ক্লাবেই তারা পুরো মনোযোগ দেয়। ইউরোতে দুর্দান্ত খেলেছে পুরো পর্তুগাল দলই। তবে বিশেষ করে নজর কেড়েছে ন্যানির খেলা। প্রতি ম্যাচেই এই উইঙ্গার আলো ছড়িয়েছেন। এ কারণে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় ন্যানিকে নিজের জেতা সিলভার বুট উপহার দিয়েছেন রোনাল্ডো। এরপর কৃতজ্ঞচিত্তে ন্যানিও জানিয়েছেন, রোনাল্ডো অধিনায়কের চেয়েও বড় কিছু। একজন ‘চ্যাম্পিয়ন’। ছয় গোল করে এবারের ইউরোতে সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতেন ফ্রান্সের এ্যান্টোনিও গ্রিজম্যান। আর তিন গোল করে রোনাল্ডো জিতে নেন ‘সিলভার বুট’। এই পুরস্কারটাই সতীর্থ ন্যানিকে উপহার দিয়েছেন সি আর সেভেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড ন্যানি নিজের ইন্সটাগ্রাম ও ফেসবুক পেইজে রোনাল্ডোর কাছ থেকে উপহার নেয়ার ছবিটি পোস্ট করেছেন। এ সময় অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে ন্যানি লিখেছেন, একজন অধিনায়কের চেয়ে বেশি, তুমি একজন চ্যাম্পিয়ন! উপহারের জন্য ধন্যবাদ। এগিয়ে চলো পর্তুগাল, আমরা চ্যাম্পিয়ন।
×